২৪ এপ্রিল ভোলা উপনির্বাচনের সম্ভাবনা

আগামী ২৪ এপ্রিল ভোলা-৩ আসনে উপনির্বাচন হতে পারে। প্রাথমিকভাবে এ দিনটিকেই ভোটগ্রহণের দিন হিসেবে নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রাথমিক এ তফসিলে ২৯ মার্চ মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার ইসি সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন।
ভোলা-৩ আসনে উপনির্বাচনসহ গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নিতে মঙ্গলবার বৈঠক করে কমিশন। বৈঠক শেষে নির্বাচন কমিশনার ছহুল হোসাইন বলেন, বৈঠকে উপনির্বাচনের সময়সূচী নিয়ে আলোচনা হয়েছে। এখন এইচএসসি পরীক্ষা থাকায় শনিবারেই নির্বাচন করার কথা ভাবছি আমরা। সেই হিসেবে ২৪ এপ্রিলকেই প্রাথমিকভাবে যুক্তিযুক্ত মনে হচ্ছে। মনোনয়ন জমা, বাছাই ও প্রত্যাহারের সময়সূচীও পর্যালোচনা করে কয়েকদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করা হবে বলে জানান তিনি। এদিকে ইসি সূত্রে জানা গেছে, ২৯ মার্চ পর্যনত্ম মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময়, ৩১ মার্চ মনোনয়নপত্র বাছাই ও ৮ এপ্রিল পর্যনত্ম মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে। আর ভোটগ্রহণের দিন ২৪ এপ্রিল। কমিশনের অনুমতিসাপে নির্বাচন কমিশন সচিব তফসিলের প্রজ্ঞাপন জারি করবেন। সোমবার ভোলা-৩ আসনের চূড়ানত্ম ভোটার তালিকা প্রকাশ হয়েছে।

No comments

Powered by Blogger.