ফের ধমক হুমকি ফাইল ছোড়াছুড়ি_ অধিবেশন ১০ মিনিট অচল
সরকার ও বিরোধী দলের মধ্যে তুমুল
হট্টগোলে প্রায় ১০ মিনিট সংসদ অধিবেশন অচল হয়ে পড়েছিল। পয়েন্ট অব অর্ডারে
বক্তব্য রাখার সুযোগ এবং বস্ত্রমন্ত্রীর বক্তব্যের সময় বিএনপির এক মহিলা
এমপির টিপ্পনি কাটাকে কেন্দ্র করে সরকার ও বিরোধী দলের সদস্যদের ধমক-হুমকি,
বাক-বিতাণ্ড, চিৎকার-চেঁচামেচি আর ফাইল ছোড়াছুড়ির ঘটনায় অধিবেশনে অচলাবস্থার সৃষ্টি হয়।
দু'পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ের সময় স্পীকার বার বার রুলিং দিয়েও
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছিলেন। এক পর্যায়ে আবারও কঠোর
অবস্থান নিতে বাধ্য হন স্পীকার এ্যাডভোকেট আবদুল হামিদ। বিএনপির সংসদ সদস্য
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির অসংসদীয় আচরণের কথা স্মরণ করিয়ে দিয়ে স্পীকার
তাঁকে কঠোর ভাষায় তিরস্কার করেন।
No comments