আজ টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী- বঙ্গবন্ধুর জন্মদিন
১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমানের ৯০ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস" উপল আয়োজিত জাতীয় অনুষ্ঠান
হবে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়।
জাতির জনককে সম্মান জানাতে
এদিন সকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় আসবেন। বঙ্গবন্ধুর
মাজারে পুষ্পমাল্য অর্পণ, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করে তাঁর প্রতি
শ্রদ্ধা জানাবেন। প্রধানমন্ত্রী সকাল ১০টায় টুঙ্গিপাড়ায় পৌঁছেই বঙ্গবন্ধুর
মাজার জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণ করবেন। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল
গার্ড অব অনার প্রদান করবে। ১০-৩৫ মিনিটে তিনি শিশু সমাবেশে যোগ দেবেন।
শিশু সমাবেশটি মূলত শিশুরাই পরিচালনা করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন। এছাড়া প্রধানমন্ত্রী এদিন সমাজ কল্যাণ
মন্ত্রণালয়ের আয়োজনে গরিব ছাত্রছাত্রী ও ক্যান্সার আক্রান্ত শিশুদের আর্থিক
সাহায্যের চেক হস্তান্তর করবেন। তিনি বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের
স্বাস্থ্যসেবা কর্মসূচীর সমাপনী অনুষ্ঠানে যোগদান ছাড়াও তিন দিনব্যাপী
গ্রন্থমেলার উদ্বোধন ও বঙ্গবন্ধুর জন্মদিন উপলৰে স্মারক ডাক টিকিট অবমুক্ত
করে বেলা সোয়া একটায় ঢাকার উদ্দেশে টুঙ্গিপাড়া ত্যাগ করবেন।
No comments