রোমাঞ্চের রাতে মেসি ম্যাজিক
ফুটবলে
বুধবারের রাতটি সত্যিই রোমাঞ্চের। ইংলিশ প্রিমিয়ার ও স্প্যানিশ লা লিগায়
শিরোপা লড়াই নিয়ে ছিল হিসাব উলটপালটের সব ম্যাচ। কিন্তু হিসাব নিজেদের
পক্ষে রেখেই জয় তুলে নিয়েছে জায়ান্ট দলগুলো। এরই মধ্যে বার্সেলোনার
আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওলেন মেসি তার ম্যাজিকে সেভিয়ার বিপক্ষে দলের
বড় জয় এনে দিয়েছেন। লেগান্সের বিপক্ষে ৪-২ গোলের জয়ে পয়েন্ট টেবিলের
শীর্ষেই নিজেদের অবস্থান রেখেছে জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ। এদিন ইংলিশ
প্রিমিয়ার লীগের মেগা ম্যাচে পেপ গুয়ারডিওলার ম্যানচেস্টার সিটিকে ২-১
গোলে হারিয়েছে হোসে মরিনহোর চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজের এই জয়ে শিরোপা
লড়াইয়ে স্পষ্ট ব্যবধানে এগিয়ে গেল চেলসি। তিনটি গোলই হয়েছে প্রথমার্ধে।
চেলসির পক্ষে ১০ ও ৩৫ মিনিটে গোল দুটি করেন ইডেন হ্যাজার্ড। আর ২৬ মিনিটে
ম্যানসিটির আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরা একটি গোল পরিশোধ করেন। ৩০
ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে চেলসি। গতরাতে টটেনেহ্যাম ৩-১ গোলে
সোয়ানসিটিকে হারিয়ে ৬৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে ওঠে এসেছে। লিভারপুল
২-২ গোলে বার্নেমাউথের সঙ্গে ড্র করে ৩১ ম্যাচ শেষে ৬০ পয়েন্ট নিয়ে তৃতীয়।
আর ওয়েস্টহ্যামের বিপক্ষে মেসুত ওজিলের নৈপুন্যে ৩-০ ব্যবধানে জয় দিয়ে ২৯
ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে পঞ্চম আর্সেনাল। এভারটনের সঙ্গে ১-১ গো ড্র করে ২৯
ম্যাচ শেষে একই পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থানে ম্যানচেস্টার ইউনাইটেড। আর
চেলসির কাছে পরাজয়ের পরও ৩০ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে
ম্যানচেস্টার সিটি। ওদিকে স্প্যানিশ লীগে বার্সা-সেভিয়া ম্যাচের রোমাঞ্চ
ছিল অন্য জায়গায়। ন্যু ক্যাম্পে বার্সাকে হারাতে পারলে হয়তো আগামী মৌসুমে
বার্সার ডাগআউটে দেখা যেতো সেভিয়ার আর্জেন্টাইন কোচ হোর্হে সাম্পাওলিকে!
চলতি মৌসুম শেষে বার্সা ছাড়ার ঘোষণা আগেই দিয়েছেন বর্তমান কোচ লুইস এনরিকে।
তার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বার্সার পছন্দের তালিকায় আছেন সাম্পাওলি।
তিনি নিজেও স্বপ্ন দেখেন স্বদেশী মেসির কোচ হওয়ার। আর্জেন্টিনা জাতীয় দলের
চেয়ে বার্সার চাকরিটাই বেশি লোভনীয় সাম্পাওলির কাছে। সেই স্বপ্নের চাকরি
নিশ্চিত করতে বার্সা কর্তৃপক্ষকে মুগ্ধ করা দূরে থাক, সাম্পাওলির শিষ্যরা
প্রথমার্ধেই হজম করে বসে ৩ গোল। বার্সার জার্সিতে এক ম্যাচের নিষেধাজ্ঞা
কাটিয়ে মাঠে ফিরে মেসি তার ম্যাজিকে মুগ্ধ করলেন সবাইকে। ২৫ মিনিটে লুইস
সুয়ারেজের গোলে এগিয়ে যায় বার্সা। এরপর ২৮ ও ৩৩ মিনিট জোড়া গোল করে
প্রথমার্ধেই ম্যাচ থেকে সেভিয়াকে ছিটকে দেন মেসি। ভাগ্য সহায় ছিল না বলে
তিনি হ্যাটট্রিক বঞ্চিত হয়েছেন। তবে দ্বিতীয়ার্ধে দারুণ গোছাল ফুটবল খেলে
সাম্পাওলির শিষ্যরা গোলের ব্যবধান আর বাড়তে দেননি। এ জয়ে ৩০ ম্যাচে ৬৯
পয়েন্ট নিয়ে বার্সা কিছু সময়ের জন্য শীর্ষে ওঠে আসে। তবে দিনের পরের ভাগে
আলভেরো মোরাতার হ্যাটট্রিকে লেগান্সের বিপক্ষে ৪-২ গোলের জয় দিয়ে এক ম্যাচ
কম খেলেই ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে রিয়াল মাদ্রিদ।
রিয়ালের বাকি গোলটি করেন জেমস রদ্রিগেজ। আর লেগান্সের পক্ষে গোল দুটি করেন
পিরেস ও লুসিয়ানো। ৩০ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে থাকা
অ্যাতলেটিকো মাদ্রিদ ফিলিপ লুইসের একমাত্র গোলে হারিয়েছে রিয়েল
সোসিয়েদাদকে।
No comments