কানে হেডফোন, ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থীর মৃত্যু
রাজশাহীতে
ট্রেনে কাটা পড়ে আরিফ আহসান সজিব (২১) নামে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টার
দিকে নগরীর কাদিরগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সজিব রুয়েটের সিভিল
ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি নগরীর তেরখাদিয়া
এলাকার বাসিন্দা প্রকৌশলী মাহবুবুর রহমান ছেলে। তাদের গ্রামের বাড়ি
রাজশাহীর গোদাগাড়ীতে। স্থানীয়রা জানান, রাত সাড়ে ৮টার দিকে সজিব নগরীর
কাদিরগঞ্জ গ্রেটার রোড মসজিদ রেলগেইট এলাকার রেললাইনে উপর দিয়ে হাঁটছিল।
সেসময় তিনি কানে হেডফোন লাগিয়ে মোবাইলে কথা বলছিলেন। এসময় চাপাইনবাবগঞ্জ
থেকে রাজশাহী গামী একটি ট্রেন আসলেও সজিব তা খেয়াল করেনি। পরে আশেপাশে থাকা
লোকজন দূর থেকে তাকে সরে যাওয়ার জন্য চিৎকার করলেও সে শুনতে না পেলে ট্রেন
ধাক্কা দেয়।
এতে সজিবের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। সজিবের মামা মোস্তাফিজুর
রহমান জানান, সজিবের বাবা মাহবুবুর রহমান সিলেটে পল্লী বিদ্যুতে চাকরি
করেন। মা নার্গিস ফেরদৌস বেশ কিছুদিন ধরে সেখানে আছেন। রাজশাহীর তেরখাদিয়া
এলাকায় তাদের নিজস্ব বাড়ির নির্মাণ কাজ চলছে, এজন্য তারা কাদিরগঞ্জে
গ্রেটার রোড মসজিদ এলাকায় ভাড়া থাকতেন। রেল লাইনের পাশে একটি দোকানে
নির্মাণাধীন বাড়ির লোহার গ্রিল বানানোর জন্য সজিব টাকা দিয়ে লাইনের উপর
দাঁড়িয়ে কথা বলছিল। সেই সময় দুর্ঘটনা ঘটে। রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) আকবর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান,
আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
No comments