‘পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র আনতে কালো কাচের গাড়ী ব্যবহার করা যাবে না’
পাবলিক
পরীক্ষার প্রশ্নপত্র ড্রেজারি থেকে নিয়ে আসতে কালো কাচের গাড়ী ব্যবহার করা
যাবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। আজ সকালে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ
এইসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী এ একথা জানান।
এর আগে
বনানী বিদ্যানিকেতনের এইচএসসির প্রশ্নপত্র আনতে একটি কালো কাচের গাড়ী
ড্রেজারিতে পাঠানো হলে সে গাড়ীতে প্রশ্নপত্র না দিয়ে ফেরত পাঠানো হয়। পরে
অন্য গাড়ীতে করে বিদ্যানিকেতনে প্রশ্নপত্র পৌাছানো হয়।
No comments