গেইলের আর ৩১ রানের অপেক্ষা
আইপিএলের প্রথম ম্যাচেই ক্রিস গেইল ছুঁয়ে যেতে পারতেন অনন্য মাইলফলকটি। কিন্তু সেটি হয়নি। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৩২ রানে আউট হয়ে তাঁর অপেক্ষাটা বেড়েছ। প্রথম ব্যাটসম্যান হিসেবে ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে তাঁর প্রয়োজন আর মাত্র ৩১ রান। গেইলের এই রেকর্ডটি অবশ্য আন্তর্জাতিক টি-টোয়েন্টি বাদ দিয়েই। সেটি ধরলে তিনি আরও আগে ১০ হাজার রানের মাইলফলক পেরিয়ে গেছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাঁর রান ১ হাজার ৫১৯। ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে গতকাল পর্যন্ত তাঁর রান ৯ হাজার ৯৬৯। ২৮৭টি ম্যাচ খেলে এই অনন্য অর্জন তাঁর। টি-টোয়েন্টি ক্রিকেটের কিংবদন্তিই তো বলা চলে গেইলকে। ঘরোয়া টি-টোয়েন্টিতে সর্বোচ্চ সেঞ্চুরি (১৮), সর্বোচ্চ হাফ সেঞ্চুরি (৬০) আর সর্বোচ্চ ছক্কার (৭৩৫) রেকর্ড তাঁরই অধিকারে।
এর সঙ্গে আন্তর্জাতিক টি-টোয়েন্টির আরও ১৩টি হাফ সেঞ্চুরি, ২টি সেঞ্চুরি আর ৯৮টি ছক্কা যোগ করে নিন। এককভাবে ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক ছোঁয়া যেকোনো বিচারেই বিরাট কীর্তি গেইলের জন্য। ব্যাপারটা এই ক্যারিবীয় ক্রিকেটারকেও উদ্বেলিত করছে, ‘আন্তর্জাতিক ক্রিকেটে অনেক ক্রিকেটারই ১০ হাজার রান করেছে। ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে আমিই প্রথম ১০ হাজার রানের মালিক হব। মাইলফলকটা অতিক্রম করাটা হবে দারুণ। এরপর আমি দেখতে চাই আরও কত রান করতে পারি।’ সূত্র: জি নিউজ।
No comments