রায় ফাঁস: ব্যারিস্টার ফখরুলের জামিন স্থগিত
মৃত্যুদণ্ডে
দণ্ডিত মানবতাবিরোধী অপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর রায় ফাঁস মামলায় তার
আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলামকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছেন
আপিল বিভাগ। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার
নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ ১০ এপ্রিল পর্যন্ত ব্যারিস্টার
ফখরুলে জামিন স্থগিতের আদেশ দেন। একই সঙ্গে হাইকোর্টের দেয়া জামিন আদেশের
কপি আপিল বিভাগে দাখিলের নির্দেশ দেন আপিল বিভাগ। আদালতে রাষ্ট্রপক্ষে
ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আর ব্যারিস্টার ফখরুল ইসলামের পক্ষে
শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন ও অ্যাডভোকেট মিজানুর রহমান।
অ্যাডভোকেট জয়নুল আবেদিন ব্যারিস্টার ফখরুলের জামিন স্থগিতের বিষয়টি
নিশ্চিত করে জানান, আগামী ১০ এপ্রিল এ বিষয়ে আবার শুনানি হতে পারে। রায়
ফাঁস মামলায় ব্যারিস্টার ফখরুল ইসলামকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছিলেন
বিচারিক আদালত। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করলে গত ৪ এপ্রিল
ব্যারিস্টার ফখরুল ইসলামকে ১ বছরের জামিন দেন হাইকোর্ট। পরে এ আদেশ স্থগিত
চেয়ে আপিল বিভাগে আবেদন করেছিলেন রাষ্ট্রপক্ষ। আজ প্রধান বিচারপতির
নেতৃত্বাধীন আপিল বেঞ্চ তার জামিন ১০ এপ্রিল পর্যন্ত স্থগিতের আদেশ দেন।
No comments