শাকিরা মা হলেন
মা হলেন কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা। ২২শে জানুয়ারি স্পেনের বার্সেলোনায় ছেলেসন্তানের জন্ম দিয়েছেন ৩৫ বছর বযসী এ তারকা সংগীতশিল্পী।
শাকিরা
ও তার প্রেমিক জেরার্ড পিক তাদের প্রথম সন্তানের নাম রেখেছেন মিলান। নিজের
ওয়েবসাইটে মা হওয়ার খবরটি নিশ্চিত করেছেন শাকিরা। জন্মের সময় মিলানের ওজন
ছিল ছয় পাউন্ড ছয় আউন্স (তিন কেজি)। মা হওয়ার খবর জানিয়ে শাকিরা তার
ওয়েবসাইটে লিখেছেন, স্ল্যাভিক ভাষায় মিলান শব্দের অর্থ প্রিয়, আদুরে ও
উদার। প্রাচীন রোমান ভাষায় এই নামের অর্থ উৎসাহী ও পরিশ্রমী। আর সংস্কৃতে
মিলান মানে হলো সম্মিলন। স্প্যানিশ ফুটবল খেলোয়াড় জেরার্ড পিক বার্সেলোনা
ফুটবল ক্লাবের সদস্য। এ জন্য মজা করে শাকিরা তার ওয়েবসাইটে লিখেছেন, বাবার
মতো মিলানও জন্মের সঙ্গে সঙ্গেই বার্সেলোনা ফুটবল ক্লাবের সদস্য হয়ে গেছে।
প্রসঙ্গত, আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্টের ছেলে অ্যান্টোনিও ডে লা রুয়া ও
শাকিরা তাদের ১১ বছরের প্রেমের ইতি টানেন ২০১০ সালে। সে বছরই বয়সে ১০
বছরের ছোট জেরার্ড পিকের সঙ্গে শাকিরার প্রথম সাক্ষাৎ হয়। পরের বছরের
মার্চে জেরার্ডের সঙ্গে প্রেমের বিষয়টি প্রথমবারের মতো জনসমক্ষে স্বীকার
করেন শাকিরা। তিনি অন্তঃসত্ত্বা হওয়ার ঘোষণা দিয়েছিলেন ২০১২ সালের
সেপ্টেম্বরে।
No comments