ঘুরে দাঁড়িয়েছে মিউজিক ইন্ডাস্ট্রি

আমেরিকার মিউজিক ইন্ডাস্ট্রি গত বছরের মন্দাভাব কাটিয়ে এ বছর কিছুটা চাঙ্গা হয়ে উঠেছে। মিউজিক মার্কেট পর্যবেক্ষক সংস্থা ও নীলসন জানিয়েছে ২০১২ সালের ৬ মাসের এ্যালবাম বিক্রির পর্যালোচনা করে তারা এ ধরনের আভাসই পেয়েছেন।


বছরের বিক্রির দিক থেকে সেরা ১০টি এ্যালবাম তালিকার শীর্ষ স্থায়ী দখল করে রেখেছে অ্যাডেল এর ২১। ২১ এ্যালবামটি প্রায় চার মিলিয়ন কপি বিক্রি হয়ে তালিকার শীর্ষ স্থানটি দখল করেছে। একই গায়িকার ১৯ এ্যালবাম জায়গা পেয়েছে টপ টেন তালিকার দশম স্থানে।

শীর্ষ ১০ এ্যালবাম
এ্যাডেল -২১
লায়নো রিচি-টুস্কগি
ওয়ান ডাইরেকশন-আপ অল নাইট
হুইটনী হস্টেন- গ্রেটেস্ট হিটস্
ভিরিয়ার্স আর্টিস্টস- নাও ফর্টিওয়ান
ক্যারী আন্ডারউট- ব্লোওন এওয়ে
লুক ব্রায়ান- টেইলগেটস্ এন্ড টেন লাইনস্
নিকি মিনাজ- পিংকি ফ্রাইডে
ড্রে - টেক কেয়ার
এ্যাডেল - ১৯

শীর্ষ ১০ সিঙ্গেলস
গোটেয়া- সামবডি দ্যাট আই ইউজড টু নো
ফ্যান- উই আর ইয়ং
কার্লিরে জেপসিন- কল মি মেইবি
কেলি ক্লার্কসন- স্ট্রাংগার॥
নিকি মিনাজ- স্টারশিপ
মেরোন ফাইভ - পেফোন
দ্য ওয়ানটেড- গ্লাড ইউ কেম
ওয়ান ডাইরেকশন- হোয়াট মেকস্ ইউ বিউটিফুল
ফ্লো রিডা - ওয়াইল্ড ওয়ানস্
জাস্টিন বিবার- বয়ফ্রেন্ড

No comments

Powered by Blogger.