গাজীপুর-৪ উপনির্বাচনে অংশ নেবে না বিএনপি

গাজীপুর-৪ আসনের উপনির্বাচনে অংশ নেবে না প্রধান বিরোধী দল বিএনপি। দলটি সিদ্ধান্ত নিয়েছে, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে আর কোনো নির্বাচনে যাবে না। গতকাল সোমবার রাতে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।


বৈঠক শেষে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ কথা জানান।
সরকারি দলের সাংসদ ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের পদত্যাগের পর ৭ জুলাই স্পিকার আবদুল হামিদ গাজীপুর-৪ আসন শূন্য ঘোষণা করেন।
গত রাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে স্থায়ী কমিটির অধিকাংশ সদস্যই উপস্থিত ছিলেন। বৈঠকসংশ্লিষ্ট সূত্র জানায়, অক্টোবরে গাজীপুরে উপনির্বাচন হওয়ার কথা। তাতে বিএনপি অংশ নিলে তত্ত্বাবধায়ক সরকারের দাবি পেছনে চলে যেত। তাতে ঈদের পর সরকারবিরোধী বড় আন্দোলন গড়ে তোলার পথে ভাটা পড়ত বলে মনে করছেন বিএনপির নেতারা।
কয়েক দিন আগে গাজীপুর জেলা বিএনপি দলটির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহকে উপনির্বাচনে অংশ নিতে প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল।
গত রাতে জানতে চাইলে হান্নান শাহ প্রথম আলোকে বলেন, এ সরকারের আমলে অনেকগুলো উপনির্বাচনে বিএনপি অংশ নিয়েছে। এ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ব্যাপারে দলের অবস্থান ছিল। কিন্তু এখন উপনির্বাচনও বর্জনের সিদ্ধান্ত হয়েছে।
দলের স্থায়ী কমিটির আরেক সদস্য মাহবুবুর রহমান বলেন, এখন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে কঠোর আন্দোলন গড়ে তোলাই বিএনপির প্রধান কাজ। ঈদের পর সে লক্ষ্যেই আন্দোলন পরিচালিত হবে।

No comments

Powered by Blogger.