তরুণের হাত-পা ভেঙে দিয়েছে বিএসএফ
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে অমানুষিক নির্যাতনের শিকার হয়েছেন বাংলাদেশি এক যুবক। গত রোববার ভারত থেকে গরু কিনে ফেরার পথে তাঁর ওপর ওই নির্যাতন চালানো হয়। সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়া সীমান্তের ওপারে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার ধুবলী সীমান্তে এ ঘটনা ঘটে।
আহত যুবককে আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর নাম আক্তারুল ইসলাম (২৬)। তিনি উপজেলার তলুইগাছা গ্রামের ছোবহান সরদারের ছেলে।
ছয়ঘরিয়া কালিয়ানি কারিকরপাড়ার বাসিন্দা আতিয়ার রহমান জানান, শনিবার সন্ধ্যায় আক্তারুলসহ তিন ব্যক্তি স্থানীয় সীমান্তের ওপারে ভারত থেকে গরু আনতে যান। রোববার ভোর চারটার দিকে গরু নিয়ে ফেরার সময় ধুবলীতে কৈজুরি ক্যাম্পের বিএসএফের সদস্যরা তাঁদের ধাওয়া করেন। এ সময় আক্তারুলকে তাঁরা ধরে ফেলে এলোপাতাড়ি পিটিয়ে দুই পা ও বাঁ হাত ভেঙে দেন। পরে মৃত ভেবে তাঁকে ৭ নম্বর মেইন পিলারের ৫০০ গজ অভ্যন্তরে ভারতীয় ভূখণ্ডে ফেলে চলে যান। পরে কয়েকজন গ্রামবাসী তাকে উদ্ধার করে।
হাসপাতালের চিকিৎসক হাফিজ উল্লাহ বলেন, আক্তারুলের দুই পা ও বাঁ হাতের কনুই ভেঙে গেছে। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুশখালী ক্যাম্পের সুবেদার মো. গিয়াসউদ্দিন বলেন, ছয়ঘরিয়া সীমান্ত থেকে ভারতের এক কিলোমিটার ভেতরে বিএসএফের হাতে ওই যুবক নির্যাতিত হয়েছেন। সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু বাছের বলেন, এ ব্যাপারে কৈজুরি বিএসএফ ক্যাম্পে প্রতিবাদলিপি পাঠানো হয়েছে।
ছয়ঘরিয়া কালিয়ানি কারিকরপাড়ার বাসিন্দা আতিয়ার রহমান জানান, শনিবার সন্ধ্যায় আক্তারুলসহ তিন ব্যক্তি স্থানীয় সীমান্তের ওপারে ভারত থেকে গরু আনতে যান। রোববার ভোর চারটার দিকে গরু নিয়ে ফেরার সময় ধুবলীতে কৈজুরি ক্যাম্পের বিএসএফের সদস্যরা তাঁদের ধাওয়া করেন। এ সময় আক্তারুলকে তাঁরা ধরে ফেলে এলোপাতাড়ি পিটিয়ে দুই পা ও বাঁ হাত ভেঙে দেন। পরে মৃত ভেবে তাঁকে ৭ নম্বর মেইন পিলারের ৫০০ গজ অভ্যন্তরে ভারতীয় ভূখণ্ডে ফেলে চলে যান। পরে কয়েকজন গ্রামবাসী তাকে উদ্ধার করে।
হাসপাতালের চিকিৎসক হাফিজ উল্লাহ বলেন, আক্তারুলের দুই পা ও বাঁ হাতের কনুই ভেঙে গেছে। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুশখালী ক্যাম্পের সুবেদার মো. গিয়াসউদ্দিন বলেন, ছয়ঘরিয়া সীমান্ত থেকে ভারতের এক কিলোমিটার ভেতরে বিএসএফের হাতে ওই যুবক নির্যাতিত হয়েছেন। সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু বাছের বলেন, এ ব্যাপারে কৈজুরি বিএসএফ ক্যাম্পে প্রতিবাদলিপি পাঠানো হয়েছে।
No comments