উপরাষ্ট্রপতি পদে এনডিএর প্রার্থী যশোবন্ত সিং
ভারতে বিরোধীদলীয় জোট জাতীয় গণতান্ত্রিক মোর্চা (এনডিএ) উপরাষ্ট্রপতি পদে তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে। জোটের প্রধান শরিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা যশোবন্ত সিংকে এ পদের জন্য সর্বসম্মতভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। এরই মধ্যে এ পদের জন্য কংগ্রেস নেতৃত্বাধীন ক্ষমতাসীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা
(ইউপিএ) থেকে হামিদ আনসারির নাম ঘোষণা করা হয়েছে। আগামী ৭ আগস্ট উপরাষ্ট্রপতি নির্বাচন হবে।
বিরোধী দল জানিয়েছে, উপরাষ্ট্রপতি পদে হামিদ আনসারির পুনর্নির্বাচন নিয়ে তাদের আপত্তি রয়েছে। বিশেষ করে পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় তিনি লোকপাল বিল ও নারী আসন সংরক্ষণ বিল পাস নিয়ে যে আচরণ করেছেন, তাতে বিরোধীদের মধ্যে ক্ষোভ রয়েছে।
গতকাল সোমবার এনডিএর বৈঠক শেষে জোটের ভারপ্রাপ্ত সভাপতি লালকৃষ্ণ আদভানি বলেন, 'আমরা ইউপিএকে একতরফা সুযোগ দিতে চাই না। আমরা একমত হয়ে সিদ্ধান্ত নিয়েছি, উপরাষ্ট্রপতি পদে যশোবন্ত সিংই আমাদের প্রার্থী হবেন।' আদভানি আরো জানান, গত শনিবার তাঁর সঙ্গে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী মনমোহন সিং উপরাষ্ট্রপতি নির্বাচনে আনসারির জন্য সমর্থন চান। সে সময়ও তিনি (আদভানি) রাজ্যসভায় আনসারির আচরণের ব্যাপারে উদ্বেগের কথা প্রধানমন্ত্রীকে জানিয়েছেন।' সূত্র : দ্য হিন্দু।
বিরোধী দল জানিয়েছে, উপরাষ্ট্রপতি পদে হামিদ আনসারির পুনর্নির্বাচন নিয়ে তাদের আপত্তি রয়েছে। বিশেষ করে পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় তিনি লোকপাল বিল ও নারী আসন সংরক্ষণ বিল পাস নিয়ে যে আচরণ করেছেন, তাতে বিরোধীদের মধ্যে ক্ষোভ রয়েছে।
গতকাল সোমবার এনডিএর বৈঠক শেষে জোটের ভারপ্রাপ্ত সভাপতি লালকৃষ্ণ আদভানি বলেন, 'আমরা ইউপিএকে একতরফা সুযোগ দিতে চাই না। আমরা একমত হয়ে সিদ্ধান্ত নিয়েছি, উপরাষ্ট্রপতি পদে যশোবন্ত সিংই আমাদের প্রার্থী হবেন।' আদভানি আরো জানান, গত শনিবার তাঁর সঙ্গে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী মনমোহন সিং উপরাষ্ট্রপতি নির্বাচনে আনসারির জন্য সমর্থন চান। সে সময়ও তিনি (আদভানি) রাজ্যসভায় আনসারির আচরণের ব্যাপারে উদ্বেগের কথা প্রধানমন্ত্রীকে জানিয়েছেন।' সূত্র : দ্য হিন্দু।
No comments