হাসপাতাল থেকে ফের কারাগারে হোসনি মোবার
মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারককে গতকাল সোমবার হাসপাতাল থেকে ফের কারাগারে পাঠানো হয়েছে। সরকারি প্রধান কৌঁসুলি আবদেল মেগুইদ মাহমুদ এক আদেশ জারি করার পর তাঁকে কায়রোর সামরিক হাসপাতাল থেকে দক্ষিণ কায়রোর তোরা কারাগারে পাঠানো হয়।
গতকাল শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁকে বহনকারী একটি অ্যাম্বুলেন্স তোরা কারাগারের অভিমুখে যাচ্ছিল।
প্রধান কৌঁসুলির কার্যালয় থেকে বলা হয়েছে, মোবারকের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় প্রধান কৌঁসুলি তাঁকে আবার কারাগারে পাঠানোর আদেশ দেন।
সরকারবিরোধী বিক্ষোভকারীদের হত্যা করার দায়ে গত ২ জুন আদালত মোবারককে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন। কারাবন্দী অবস্থায় মস্তিষ্কের রক্তক্ষরণের জন্য গত ১৯ জুন তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
ডেপুটি প্রসিকিউটর জেনারেল আবদেল আল সাঈদ বলেন, প্রধান কৌঁসুলি মোবারকের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাঁকে কারাগারে পাঠানো যাবে কি না, তা নির্ধারণের জন্য ৪ জুলাই চিকিৎসকদের একটি কমিটি করে দেন। কমিটি বলেছে, মোবারকের অবস্থা স্থিতিশীল। এই অবস্থায় তাঁকে সামরিক বা অন্য কোনো হাসপাতালে রাখার যৌক্তিক কারণ নেই। এএফপি।
No comments