ইসলাম অবমাননা রোধে নতুন আইন করছে সৌদি
সামাজিক গণমাধ্যমসহ যেকোনো ক্ষেত্রে ইসলাম ধর্ম অবমাননার ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে নতুন আইন প্রণয়নের বিষয়ে বিবেচনা করছে সৌদি আরব। নতুন আইনে ধর্ম অবমাননাকারীর জন্য কঠোর শাস্তির বিধান রাখা হতে পারে। গত রবিবার সৌদি আরবের আল-ওয়াতান সংবাদপত্র এ কথা জানায়।
অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে সংবাদপত্রটি জানায়, 'ইসলামী শরিয়ার সমালোচনা মোকাবিলায় আইন প্রণয়নের বিষয়টি পর্যালোচনার বিষয়ে আগামী দুই মাসের মধ্যে জানাবে শুরা কাউন্সিল।'
প্রতিবেদনটিতে আরো বলা হয়, 'গত কয়েক মাসে ইন্টারনেটভিত্তিক সামাজিক যোগাযোগ নেটওয়ার্কে ইসলামী শরিয়ার সমালোচনা লক্ষ করা গেছে। তাই এ আইন প্রণয়ন জরুরি।'
তবে বিশ্লেষক জামাল খাশোগি বলেন, এ আইনের জন্য জনসাধারণের মতামত প্রয়োজন। যদিও সরকারের নিয়োগপ্রাপ্ত পরামর্শক সংস্থা শুরা কাউন্সিলের মুখপাত্র এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
হজরত মুহাম্মদ (সা.)-কে অবজ্ঞা করার কথিত অভিযোগে সৌদি ব্লগার ও কলাম লেখক হামজা কাশগারিকে (২৩) আটকের পাঁচ মাস পর এ আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হলো।
দেশ ছেড়ে পালিয়ে নিউজিল্যান্ড যাওয়ার পথে মালয়েশিয়া থেকে কাশগারিকে গ্রেপ্তার করে সৌদি আরবে ফেরত পাঠানো হয়। সূত্র : রয়টার্স।
No comments