স্ট্র্যাপের স্যান্ডেল by শর্মিলা সিনড্রেলা

বাইরে কাঠফাটা রোদ্দুর। অসহ্য গরমে অতিষ্ঠ জীবন। এই গরমে আপনি ইতিউতি কী খোঁজেন, নিশ্চয়ই একটুখানি স্বস্তি। সেটা খাবারেই হোক বা পোশাকে। তাই অবধারিতভাবেই চলে আসে পায়ের কথাও। পায়েরও তো স্বস্তি দরকার, তাই না!


এই গরমে ছেলেমেয়ে সবার পছন্দের তালিকায় আছে স্ট্র্যাপের স্যান্ডেল। অনেক ফিতার ব্যবহারে নকশাটাও হয় বেশ বাহারি। আবার পা একটু খোলা থাকে বলে আরামদায়কও।
এআইইউবির শিক্ষার্থী নিশাত ইয়াসমিনের কথাই ধরুন। তাঁর মতে, ‘এই গরমে স্ট্র্যাপ দেওয়া চামড়ার স্যান্ডেল আরামদায়ক হবে। আর এই চিকন স্ট্র্যাপ বেশ ফ্যাশনেবলও বটে।’ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুবর্ণা বলেন, ‘জিনস আর ফতুয়ার সঙ্গেও যেমন অনায়াসে ব্যবহার করি, স্ট্র্যাপের স্যান্ডেল তেমন সালোয়ার কামিজের সঙ্গেও বেছে নিই।’
বাজার ঘুরে দেখা গেল, গ্যালারি অ্যাপেক্সে আছে বাহারি রং ও ডিজাইনের স্যান্ডেল। সেখানে যেমন স্যান্ডেলে ব্যবহূত মোটিফে বৈচিত্র্য দেখবেন, তেমনই ভিন্নতা দেখবেন রঙের ব্যবহারে। গ্যালারি অ্যাপেক্সের মহাব্যবস্থাপক খন্দকার স্বনন শাহরিয়ার বলেন, ‘স্যান্ডেলের নকশা নির্বাচনে আমরা মাথায় রাখি, যেহেতু সারা দিন পায়ে থাকবে, স্যান্ডেলটা যেন অবশ্যই স্বচ্ছন্দে পরা যায়।’
বাহারি ডিজাইনের স্যান্ডেল পাবেন বাজারে। গতানুগতিক কালো, ঘিয়া, চকলেট ইত্যাদি রং তো আছেই। কিছু স্যান্ডেল আবার দারুণ বর্ণিল। বেগুনি, সবুজ, লাল, হলুদ সব রংই আছে। বাদামি সোলের স্যান্ডেলে বাহারি সব রঙের স্ট্র্যাপ—এই ধরনটাও বেশ দেখা যাচ্ছে। স্যান্ডেলের মোটিফে পাথর, ফুলের ব্যবহারও বেশ দেখা যাচ্ছে।
অনেকে আবার পছন্দ করছেন পায়ের গোড়ালিতে লেস প্যাঁচানো স্যান্ডেল। গ্ল্যাডিয়েটর স্যান্ডেলের ফ্যাশনটা আমাদের দেশে বেশ পুরোনো। এখন চলছে সেটারই একটু হালকা রূপ। পেছন দিকে জিপার দেওয়া স্যান্ডেলগুলো জিনসের সঙ্গে পরতে পছন্দ করছেন অনেকেই। আবার যদি আপনার পছন্দ হয় পাশ্চাত্যের পোশাক, তাহলে তার সঙ্গে নিতে পারেন স্ট্র্যাপের ব্যবহারে উঁচু হিলের স্যান্ডেল। এখন প্ল্যাটফর্ম হিলের প্রচলন বেশি। বিশ্ব ফ্যাশনের হাত ধরে আর একটি বিষয় চলে এসেছে আমাদের দেশে, আর তা হলো বিভিন্ন ধরনের প্রাণীর ছাপে তৈরি নকশা বা অ্যানিমেল প্রিন্ট। চিতা বা জেব্রা ছাপসহ স্যান্ডেল এখন চাইছেন অনেকেই। আর ছেলেদের স্যান্ডেলের দিকে তাকালে দেখা যাবে, সেখানেও এসেছে নতুনত্ব। যেমন ধরুন, কিছু স্যান্ডেলে ব্যবহার করা হয়েছে ডেনিম কাপড়। এই গরমে ছেলেদের পা ঘামে খুব বেশি, তাই অ্যাপেক্সে পাটের ব্যবহারে করা কিছু স্যান্ডেল পাবেন। সুয়েড ও চামড়ার ব্যবহারে তৈরি স্যান্ডেল পাবেন এখানে। তা ছাড়া রেক্সিন বা রাবারের তৈরি স্যান্ডেল পাবেন বাজার চষে।
জুতার দোকান সো ফোর্টের ব্যবস্থাপক মো. হোসেন বলেন ‘বেণীর কাজ করা কিছু স্যান্ডেল, ধাতুর ব্যবহারে সুন্দর স্যান্ডেল বা সরু সরু ফিতার মধ্যে ক্রস কাজ করা স্যান্ডেল মিলবে বাজারে। এসব ছেলে ও মেয়ে উভয়ের জন্যই।’
এসব স্যান্ডেলে পায়ের বেশির ভাগ অংশই খোলা থাকবে, তাই পা সুন্দর করে না রাখলে পুরো সৌন্দর্যই হবে নষ্ট। পায়ের যত্নও নিতে হবে নিয়মিত। রূপ বিশেষজ্ঞ আফরোজা কামাল এ সম্পর্কে বলেন, ‘নিয়মিত পেডিকিওর করতে হবে। পায়ের নখে যেন ময়লা না থাকে। সপ্তাহে দুই দিন পায়ে লেবু ঘষে ধুয়ে ফেলতে পারেন। আবার হালকা গরম পানিতে শ্যাম্পু মিশিয়ে পা ভিজিয়ে রেখে ব্রাশ দিয়ে ঘষে ফেলতে পারেন। ফাটা পায়ে খোলা স্যান্ডেল পরলে দেখতে খারাপ লাগে। পা বেশি ফাটলে রাতে ঘুমানোর আগে পায়ে পুরু করে ভ্যাসলিন লাগিয়ে মোজা পরে ঘুমাতে পারেন। দেখবেন পরদিন পা টা নরম হয়ে আছে।’
স্ট্র্যাপের স্যান্ডেল আপনি পাবেন অ্যাপেক্স, বাটা, সো ফোর্ট, বে এম্পোরিয়াম, অটবির ক্লজেট, আরবান ট্রুথ ইত্যাদি দোকানে। এ ছাড়াও পাবেন নিউমার্কেট ও এলিফেন্ট রোডে। মেয়েদের স্যান্ডেলের দাম পড়বে ২৫০ থেকে ৩২০০ টাকা পর্যন্ত। আর ছেলেদের স্যান্ডেল পাবেন ২৫০ থেকে ৩৫০০ টাকার মধ্যে।বাইরে কাঠফাটা রোদ্দুর। অসহ্য গরমে অতিষ্ঠ জীবন। এই গরমে আপনি ইতিউতি কী খোঁজেন, নিশ্চয়ই একটুখানি স্বস্তি। সেটা খাবারেই হোক বা পোশাকে। তাই অবধারিতভাবেই চলে আসে পায়ের কথাও। পায়েরও তো স্বস্তি দরকার, তাই না!
এই গরমে ছেলেমেয়ে সবার পছন্দের তালিকায় আছে স্ট্র্যাপের স্যান্ডেল। অনেক ফিতার ব্যবহারে নকশাটাও হয় বেশ বাহারি। আবার পা একটু খোলা থাকে বলে আরামদায়কও।
এআইইউবির শিক্ষার্থী নিশাত ইয়াসমিনের কথাই ধরুন। তাঁর মতে, ‘এই গরমে স্ট্র্যাপ দেওয়া চামড়ার স্যান্ডেল আরামদায়ক হবে। আর এই চিকন স্ট্র্যাপ বেশ ফ্যাশনেবলও বটে।’ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুবর্ণা বলেন, ‘জিনস আর ফতুয়ার সঙ্গেও যেমন অনায়াসে ব্যবহার করি, স্ট্র্যাপের স্যান্ডেল তেমন সালোয়ার কামিজের সঙ্গেও বেছে নিই।’
বাজার ঘুরে দেখা গেল, গ্যালারি অ্যাপেক্সে আছে বাহারি রং ও ডিজাইনের স্যান্ডেল। সেখানে যেমন স্যান্ডেলে ব্যবহূত মোটিফে বৈচিত্র্য দেখবেন, তেমনই ভিন্নতা দেখবেন রঙের ব্যবহারে। গ্যালারি অ্যাপেক্সের মহাব্যবস্থাপক খন্দকার স্বনন শাহরিয়ার বলেন, ‘স্যান্ডেলের নকশা নির্বাচনে আমরা মাথায় রাখি, যেহেতু সারা দিন পায়ে থাকবে, স্যান্ডেলটা যেন অবশ্যই স্বচ্ছন্দে পরা যায়।’
বাহারি ডিজাইনের স্যান্ডেল পাবেন বাজারে। গতানুগতিক কালো, ঘিয়া, চকলেট ইত্যাদি রং তো আছেই। কিছু স্যান্ডেল আবার দারুণ বর্ণিল। বেগুনি, সবুজ, লাল, হলুদ সব রংই আছে। বাদামি সোলের স্যান্ডেলে বাহারি সব রঙের স্ট্র্যাপ—এই ধরনটাও বেশ দেখা যাচ্ছে। স্যান্ডেলের মোটিফে পাথর, ফুলের ব্যবহারও বেশ দেখা যাচ্ছে।
অনেকে আবার পছন্দ করছেন পায়ের গোড়ালিতে লেস প্যাঁচানো স্যান্ডেল। গ্ল্যাডিয়েটর স্যান্ডেলের ফ্যাশনটা আমাদের দেশে বেশ পুরোনো। এখন চলছে সেটারই একটু হালকা রূপ। পেছন দিকে জিপার দেওয়া স্যান্ডেলগুলো জিনসের সঙ্গে পরতে পছন্দ করছেন অনেকেই। আবার যদি আপনার পছন্দ হয় পাশ্চাত্যের পোশাক, তাহলে তার সঙ্গে নিতে পারেন স্ট্র্যাপের ব্যবহারে উঁচু হিলের স্যান্ডেল। এখন প্ল্যাটফর্ম হিলের প্রচলন বেশি। বিশ্ব ফ্যাশনের হাত ধরে আর একটি বিষয় চলে এসেছে আমাদের দেশে, আর তা হলো বিভিন্ন ধরনের প্রাণীর ছাপে তৈরি নকশা বা অ্যানিমেল প্রিন্ট। চিতা বা জেব্রা ছাপসহ স্যান্ডেল এখন চাইছেন অনেকেই। আর ছেলেদের স্যান্ডেলের দিকে তাকালে দেখা যাবে, সেখানেও এসেছে নতুনত্ব। যেমন ধরুন, কিছু স্যান্ডেলে ব্যবহার করা হয়েছে ডেনিম কাপড়। এই গরমে ছেলেদের পা ঘামে খুব বেশি, তাই অ্যাপেক্সে পাটের ব্যবহারে করা কিছু স্যান্ডেল পাবেন। সুয়েড ও চামড়ার ব্যবহারে তৈরি স্যান্ডেল পাবেন এখানে। তা ছাড়া রেক্সিন বা রাবারের তৈরি স্যান্ডেল পাবেন বাজার চষে।
জুতার দোকান সো ফোর্টের ব্যবস্থাপক মো. হোসেন বলেন ‘বেণীর কাজ করা কিছু স্যান্ডেল, ধাতুর ব্যবহারে সুন্দর স্যান্ডেল বা সরু সরু ফিতার মধ্যে ক্রস কাজ করা স্যান্ডেল মিলবে বাজারে। এসব ছেলে ও মেয়ে উভয়ের জন্যই।’
এসব স্যান্ডেলে পায়ের বেশির ভাগ অংশই খোলা থাকবে, তাই পা সুন্দর করে না রাখলে পুরো সৌন্দর্যই হবে নষ্ট। পায়ের যত্নও নিতে হবে নিয়মিত। রূপ বিশেষজ্ঞ আফরোজা কামাল এ সম্পর্কে বলেন, ‘নিয়মিত পেডিকিওর করতে হবে। পায়ের নখে যেন ময়লা না থাকে। সপ্তাহে দুই দিন পায়ে লেবু ঘষে ধুয়ে ফেলতে পারেন। আবার হালকা গরম পানিতে শ্যাম্পু মিশিয়ে পা ভিজিয়ে রেখে ব্রাশ দিয়ে ঘষে ফেলতে পারেন। ফাটা পায়ে খোলা স্যান্ডেল পরলে দেখতে খারাপ লাগে। পা বেশি ফাটলে রাতে ঘুমানোর আগে পায়ে পুরু করে ভ্যাসলিন লাগিয়ে মোজা পরে ঘুমাতে পারেন। দেখবেন পরদিন পা টা নরম হয়ে আছে।’
স্ট্র্যাপের স্যান্ডেল আপনি পাবেন অ্যাপেক্স, বাটা, সো ফোর্ট, বে এম্পোরিয়াম, অটবির ক্লজেট, আরবান ট্রুথ ইত্যাদি দোকানে। এ ছাড়াও পাবেন নিউমার্কেট ও এলিফেন্ট রোডে। মেয়েদের স্যান্ডেলের দাম পড়বে ২৫০ থেকে ৩২০০ টাকা পর্যন্ত। আর ছেলেদের স্যান্ডেল পাবেন ২৫০ থেকে ৩৫০০ টাকার মধ্যে।

No comments

Powered by Blogger.