চরাচর-আবহাওয়া দিবস : আমাদের জন্যই প্রকৃতি by সাদিয়া মাহ্জাবীন ইমাম
'বালু গোটাদিন তেতেপুড়ে, শীতলে নিষ্ক্রান্ত হবে বলে বাতাসের ভিক্ষাপ্রার্থী! জল সরে গেছে বহুদূর।' তবে প্রকৃতি তার রুদ্র রূপ না দেখানোর আগে মানুষের সহজে স্মরণে থাকে না, প্রকৃতির উদারতায়ই তার প্রাণের অস্তিত্ব। এবারকার বিশ্ব আবহাওয়া দিবসের প্রতিপাদ্য 'Climate For You'. World Meteorological Organization।
আবহাওয়ার প্রতি মানুষের সচেতনতা তৈরির লক্ষ্যে প্রতিবছর ২৩ মার্চ পালিত হয় বিশ্ব আবহাওয়া দিবস। বছরে একটি দিন আবহাওয়ার জন্য পালিত হলেও এর প্রভাব কিন্তু প্রতি মুহূর্তের। আশঙ্কার কথা, প্রতিদিনই বাড়ছে বিশ্বের তাপমাত্রা। আশঙ্কা করা হচ্ছে, ২০৫০ সাল নাগাদ এ তাপমাত্রা ব্যাপক বৃদ্ধি পাবে। আবহাওয়াবিদরা জানিয়েছেন বর্ষায় বৃষ্টিপাত ২৮ শতাংশ বেড়ে যাওয়ার কথা, সেই সঙ্গে শুষ্ক মৌসুমে ৩৭ শতাংশ হ্রাস পেতে পারে। এর অর্থ হলো_বর্ষা এবং খরা দুটিরই তীব্রতা বাড়বে। ফলে পাল্টে যাবে পানির স্তর। এ উষ্ণায়নে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যেতে পারে ১ দশমিক ৫ মিটার পর্যন্ত। এ ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের মতো বিশ্বের দীর্ঘ উপকূলীয় অঞ্চলে বসবাসকারী মানুষ। ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চুলি্লর বিস্ফোরণে বাতাসে মিশে যাচ্ছে তেজস্ক্রিয়া। মানুষের শরীরে ছড়িয়ে পড়তে পারে ক্যান্সার। প্রতিদিনকার শিল্পকারখানা থেকে নিঃসরিত কার্বন ভারসাম্যহীন করছে বায়ুমণ্ডল। তাই যে বৃষ্টির প্রতীক্ষায় ভালো ফসলের জন্য উন্মুখ থাকত কৃষক, বৃষ্টিতে ভিজবে বলে সারা বছর অপেক্ষা করত নারী, এখন সেই বৃষ্টির পানিতে এসিডের ভয়। আর সবচেয়ে দামি বস্তুটির নাম বোধ হয় একটু বিশুদ্ধ বাতাস। রবীন্দ্রনাথ ঠাকুর যে হাওয়ার কথা নিয়ে গান লিখেছিলেন, 'তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে', সেই হাওয়াকেই আগলে রাখতে বিশ্বনেতাদের বসতে হচ্ছে জলবায়ু সম্মেলনে। কোপেনহেগেনে অনুষ্ঠিত সর্বশেষ বিশ্ব জলবায়ু সম্মেলনে মন্দের ভালো সিদ্ধান্ত হলো কার্বনের মাত্রাকে নির্দিষ্ট স্তরে রাখার, গুরুত্ব দেওয়া হয়েছিল তাপমাত্রা নির্দিষ্ট সীমায় রাখা হবে। বছর পেরিয়ে গেলেও পরবর্র্তী কোনো পদক্ষেপের কথা আমাদের জানা নেই। ইচ্ছামতো প্রকৃতিকে ব্যবহারে তাই এখন আর তপ্ত বালু বাতাসের কাছে শীতলতা পায় না কিংবা মাটির ভেতরে থাকা কয়লা অথবা লাভার আগুন নেভাতে পারে না সমুদ্রের পানি। সুপেয় পানির স্তর নেমে গেছে অনেক নিচে। তবুও আমরা ভারী করছি বাতাস, নষ্ট করছি পানি আর সবুজ ক্যানভাসকে বানিয়ে দিচ্ছি ধূসর মরু। মাইকেল প্রিচার্ড বলেছিলেন, 'কতটা বিত্তবান হয়েছ অথবা কতখানি ক্ষমতাবান বিখ্যাত ব্যক্তি তুমি_কিছুই কাজে আসবে না তোমার মৃত্যুদিনের শেষ আয়োজনে, যদি আবহাওয়া তোমার প্রতি সদয় না হয়।' সুস্থভাবে বেঁচে থাকা তো অবশ্যই, মানুষের শেষ নিঃশ্বাস নেওয়ার আয়োজনটুকুর জন্যও প্রয়োজন ভালো আবহাওয়া। আসুন ভাবি, বিশুদ্ধ বাতাস, পাতার সবুজ রং, পরিচ্ছন্ন নদীর পানি_সবই আমাদের, সব আয়োজনই মানুষের জন্য। তাই প্রকৃতির রুদ্র রূপ আমাদেরই অবহেলার প্রকাশ।
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সাদিয়া মাহ্জাবীন ইমাম
No comments