কলেজ ছাত্রীকে পতিতা আখ্যায় ইউএনওকে হাইকোর্টে তলব
নীলফামারী সরকারি কলেজের এক ছাত্রীকে পতিতা আখ্যা দিয়ে ১০০ টাকা জরিমানা করায় নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ২৩শে জানুয়ারি ইউএনও কাউসার নাসরীনকে হাজির হতে বলা হয়েছে। একই সঙ্গে সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রহমানকেও হাজির হতে বলা হয়। আজ বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। গতকাল সোমবার নীলফামারীতে ভালোবাসা অপরাধ! ইউএনওর রায়ে স্নাতক ছাত্রী এখন পতিতা’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনটি ডেপুটি এটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন আদালতের নজরে আনেন। তা দেখে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন। ওই ইউএনওর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না, তা রুলে জানতে চাওয়া হয়।
No comments