ইশা শারভানির বিয়ে
চলতি বছর মার্চে বিয়ের পিঁড়িতে বসছেন বলিউড অভিনেত্রী ইশা শারভানি। বর ভারতের মেধাবী ক্রিকেটার জহির খান। দীর্ঘদিনের প্রেমের পরিণতি টানছেন এ জুটি। তাদের এক ঘনিষ্ঠ বন্ধু এই বিয়ের খবরটি প্রকাশ করেছেন। ক্রিকেটারদের প্রেমে পড়া বলিউড অভিনেত্রীদের কাছে নতুন কিছু নয়। ইশার আগেও আরও কয়েকজন বলিউড অভিনেত্রী ক্রিকেটারদের প্রেমে পড়েছেন। ইশা শারভানি ও জহির খানের প্রেমের সম্পর্ক চলছে ২০০৫ সাল থেকে। এর মধ্যে ২০০৭ সালে তাদের সম্পর্ক ভেঙে যায়। তবে ২০১০ সালে আবারও নতুন করে কাছাকাছি আসেন এ জুটি। নিজেদের বোঝাপড়ায় অনেক চড়াই উৎরাই পার করে অবশেষে বিয়ের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন তারা। ইশা ও জহিরের বিয়ের বিষয়ে তাদের ঘনিষ্ঠ এক বন্ধুর বক্তব্যে জানা যায়, জহির ও ইশা এ বছর মার্চের শেষ দিকে বিয়ে করছেন। আগামী দুই থেকে আড়াই মাসের মধ্যেই দাম্পত্য জীবন শুরু করবেন তারা। সমপ্রতি দুই পরিবারের মধ্যস্থতায় বিয়ের সবকিছু ঠিক করা হয়। অস্ট্রেলিয়া ভ্রমণ শেষে জহির খান দেশে ফিরলেই বিয়ের আনুষ্ঠানিকতার প্রস্তুতি নেয়া হবে। তবে প্রস্তুতি শেষ না হলে মার্চের পরিবর্তে অক্টোবরেও বিয়ের আনুষ্ঠানিকতার সম্ভাবনা রয়েছে। কিন্তু মার্চেই বিয়েটা সেরে ফেলতে বেশি জোর দিচ্ছেন তারা।
No comments