আইভরি কোস্ট সফরে হিলারি
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন আইভরি কোস্টে পৌঁছেছেন। এ সফরে তিনি আইভরি কোস্টের সঙ্গে যুক্তরাষ্ট্রের সহযোগিতার বিভিন্ন ইস্যু ও দেশটির অভ্যন্তরীণ সমস্যা নিয়ে আলোচনা করবেন। এ খবর দিয়ে অনলাইন বিবিসি জানিয়েছে, সফরে আইভরি কোস্টের প্রেসিডেন্ট আলাসানে ওয়াত্তারার সঙ্গে সাক্ষাৎ করবেন হিলারি। সন্ত্রাস দমন, মাদক চোরাচালান বন্ধ ও অবাধ পাইরেসি রোধের ইস্যুতেও আলোচনা করবেন হিলারি ও ওয়াত্তারা। গত বছরের এপ্রিলে আইভরি কোস্টের সাবেক প্রেসিডেন্ট বাগবো গ্রেপ্তার হওয়ার পর সেখানে খুব অল্প সময়ের মধ্যেই স্থিতিশীলতা ফিরে আসে। এদিকে ১৯৮৬ সালের পর এটাই দেশটিতে হিলারির প্রথম সফর।
No comments