ধর্মঘটের পর কর্মবিরতিতে বেসরকারি প্রাথমিক শিক্ষকরা
চাকরি সরকারিকরণের দাবিতে দেশের সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তিন দিনের কর্মবিরতি শুরু করেছেন। এর আগে স্কুলে তালা ঝুলিয়ে ধর্মঘট পালন করেন তারা। জাতীয় (রেজি.)বেসরকারি প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের ব্যনারে কর্মবিরতি পালিত হচ্ছে। ঐক্য পরিষদ জানিয়েছে, ১৭ থেকে ১৯শে জানুয়ারি বিদ্যালয় খোলা থাকলেও কোন ক্লাস-পরীক্ষা হবে না। তবে ছাত্র-ছাত্রীদের বই বিতরণ করা হবে। শিক্ষকদের অন্যন্য কর্মসূচীর মধ্যে আছে- আগামী ২০শে জানুয়ারি থেকে ২০শে ফেব্রুয়ারির মধ্যে সব সংসদ সদস্যকে স্মারকলিপি প্রদান, ১৪ই মার্চ জাতীয় সংসদের স্পিকারকে স্মারকলিপি প্রদান এবং ১০ই এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও। একই দাবিতে গত দু’দিন বিদ্যালয়ে তালা ঝুলিয়ে ধর্মঘট পালন করেন শিক্ষকরা।
No comments