‘ধুম’-এর সিক্যুয়েলে রানী!
খবর ভাসছে, বলিউডের বঙ অফিস কাঁপানো চলচ্চিত্র ‘ধুম’-এর পরবর্তী সিক্যুয়েলে অভিনয় করবেন বাঙালি বংশোদ্ভূত বলিউডি অভিনেত্রী রানী মুখার্জী। ইতিমধ্যেই ‘ধুম ৩’ ছবি নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে। এই ছবিতে খলনায়ক চরিত্রে অভিনয়ের জন্য আমির খানের সঙ্গে চুক্তি করে রীতিমতো সবাইকে তাক লাগিয়ে দেয় যশরাজ ফিল্মস। তারপর চলে নায়িকা খোঁজা। হলিউড-বলিউডের বেশ কয়েকজন অভিনেত্রীর সঙ্গে যোগাযোগের পর শেষ পর্যন্ত কাটরিনা কাইফকেই চূড়ান্ত করা হয়। এখন শোনা যাচ্ছে, রানীকেও দেখা যাবে এই ছবিতে । এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ‘ধুম ২’ ছবিতে ঐশ্বর্যর যে চরিত্র ছিল ‘ধুম ৩’-এ সে ধরনের চরিত্র পাবেন রানী। প্রাথমিকভাবে চলতি বছরের ক্রিসমাসে ‘ধুম ৩’ মুক্তি দেয়ার পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে এটি মুক্তি দেয়ার সময় ঠিক করা হয়েছে আগামী বছর। এ বছর নভেম্বরে ছবিটির শুটিং শুরু হবে।
No comments