তিস্তা অভিমুখে জাতীয় পার্টির লংমার্চ শুরু
তিস্তা অভিমুখে জাতীয় পার্টির লংমার্চ শুরু হয়েছে। সকাল নয়টায় বনানীস্থ জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে এই লংমার্চ শুরু হয়। লংমার্চে নেতৃত্ব দিচ্ছেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। বহরে অংশ নিচ্ছে পাঁচ শতাধিক গাড়ি। লংমার্চ শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ বলেন, ২২ বছর পরেও কেন তিস্তা চুক্তি হলো না। জাতীয় পার্টির ক্ষমতা ছাড়ার পর ২২ বছর ধরে দেশের মানুষ অশান্তিতে বসবাস করছে। তিস্তা পাড়ের মানুষ পানির অভাবে কষ্টে আছে । ফসল ফলাতে পারছে না। তাদের জন্যই এই লংমার্চ। তিনি বলেন, আমরা প্রমাণ করতে চাই, উত্তরবঙ্গের মানুষ আমাদের থেকে বিচ্ছিন্ন নয়। আশুলিয়া থেকে রংপুর পর্যন্ত প্রায় ৩০টি পথসভায় বক্তব্য রাখবেন এরশাদ।
No comments