মুবারকের বিচার প্রক্রিয়া পুনরায় শুরু
মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মুবারকের বিচার কার্যক্রম পুনরায় শুরু হচ্ছে। মুবারকের বিরুদ্ধে দুর্নীতি ও বেআইনিভাবে বেসামরিক মানুষ হত্যার অভিযোগ গঠন করা হয়েছিল। সে অভিযোগেই আজ কায়রোর একটি আদালত পুনরায় বিচার প্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছে। এ খবর দিয়ে অনলাইন আল জাজিরা জানিয়েছে, সাবেক এ প্রেসিডেন্টের কয়েকজন আইনজীবী, তার দু’পুত্র গামাল, আলা ও মুবারক সরকারের অধীনে দায়িত্ব পালন করা ৮ জন সাবেক কর্মকর্তাও তাদের অভিযোগের বিরুদ্ধে আইনি লড়াই চালাবেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে সরকারি পক্ষের আইনজীবীরা মুবারকের মৃত্যুদণ্ড দাবি করেছেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান হাবিব এল আদলির বিরুদ্ধে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগ রয়েছে। নিরাপত্তা বাহিনীর ৬ কর্মকর্তার বিরুদ্ধেও একই অভিযোগ রয়েছে। মুবারকের ব্যবসায়িক সহযোগী হুসেইন সালেম দুর্নীতির দায়ে অভিযুক্ত। এদিকে গত বছরের আগস্টে মুবারকের বিচার টেলিভিশনে দেখানো হবে না বলে রায় দিয়েছিলেন এক বিচারক।
উল্লেখ্য, মিশরে গণঅভ্যুত্থানের সময় প্রায় ৮৫০ জন বেসামরিক মানুষকে হত্যা করা হয়েছিল। আর, তা মুবারকের ক্ষমতাচ্যুতিকে ত্বরান্বিত করে। ১৮ দিনব্যাপী গণঅভ্যুত্থানে মুবারকের পতনের পর সেখানে প্রায় ১ বছর পার হয়েছে।
উল্লেখ্য, মিশরে গণঅভ্যুত্থানের সময় প্রায় ৮৫০ জন বেসামরিক মানুষকে হত্যা করা হয়েছিল। আর, তা মুবারকের ক্ষমতাচ্যুতিকে ত্বরান্বিত করে। ১৮ দিনব্যাপী গণঅভ্যুত্থানে মুবারকের পতনের পর সেখানে প্রায় ১ বছর পার হয়েছে।
No comments