‘অ্যাভাটার ২’ গিয়ে ঠেকেছে ২০১৬-তে
২০০৯ সালের মেগা ব্লকবাস্টার ‘অ্যাভাটার’র সিক্যুয়াল নিয়ে উৎসাহ, উদ্দীপনা আর কৌতূহলের শেষ নেই। কিন্তু ভক্তদের সেসব উৎসাহ-উদ্দীপনায় পানি ঢেলে পরিচালক জেমস ক্যামেরন জানালেন, খুব শিগগিরই আসছে না ‘অ্যাভাটার’র দ্বিতীয় পর্ব।
সমপ্রতি জেমস ক্যামেরন জানান, তিনি ‘অ্যাভাটার ২’ নিয়ে বর্তমানে গবেষণা করছেন। কিভাবে একে আরও আধুনিক এবং আরও প্রযুক্তির ব্যবহার করা যায়, তা নিয়ে ভাবছেন। ক্যামেরন আরও জানান, ছবির কাজ শেষ হতে হতে ২০১৬ সাল পর্যন্ত গড়াবে। যেখানে ‘অ্যাভাটার ২’ মুক্তির ডেডলাইন ছিল ডিসেম্বর ২০১৪। আর ‘অ্যাভাটার ৩’ মুক্তির সম্ভাব্য সময় ছিল ডিসেম্বর ২০১৫। কিন্তু এখন ‘অ্যাভাটার ২’ পিছিয়ে যাওয়ার ফলে পিছিয়ে গেল ‘অ্যাভাটার ৩’র মুক্তির সময়ও। প্রযোজনা সংস্থা সেঞ্চুরি ফঙ চলতি সপ্তাহেই একটি বিবৃতিতে জানান, তারা একসঙ্গেই ‘অ্যাভাটার ২’ ও ৩’র গবেষণার কাজ করছেন। তারা চান, দর্শকরা যা আজ পর্যন্ত কল্পনাও করতে পারেনি তাদের সে রকম একটা থ্রিডি অনুভূতি দিতে। তাই এ কারণেই ২০১৪ থেকে পিছিয়ে ‘অ্যাভাটার ২’ গিয়ে ঠেকেছে ২০১৬ সালে।
সমপ্রতি জেমস ক্যামেরন জানান, তিনি ‘অ্যাভাটার ২’ নিয়ে বর্তমানে গবেষণা করছেন। কিভাবে একে আরও আধুনিক এবং আরও প্রযুক্তির ব্যবহার করা যায়, তা নিয়ে ভাবছেন। ক্যামেরন আরও জানান, ছবির কাজ শেষ হতে হতে ২০১৬ সাল পর্যন্ত গড়াবে। যেখানে ‘অ্যাভাটার ২’ মুক্তির ডেডলাইন ছিল ডিসেম্বর ২০১৪। আর ‘অ্যাভাটার ৩’ মুক্তির সম্ভাব্য সময় ছিল ডিসেম্বর ২০১৫। কিন্তু এখন ‘অ্যাভাটার ২’ পিছিয়ে যাওয়ার ফলে পিছিয়ে গেল ‘অ্যাভাটার ৩’র মুক্তির সময়ও। প্রযোজনা সংস্থা সেঞ্চুরি ফঙ চলতি সপ্তাহেই একটি বিবৃতিতে জানান, তারা একসঙ্গেই ‘অ্যাভাটার ২’ ও ৩’র গবেষণার কাজ করছেন। তারা চান, দর্শকরা যা আজ পর্যন্ত কল্পনাও করতে পারেনি তাদের সে রকম একটা থ্রিডি অনুভূতি দিতে। তাই এ কারণেই ২০১৪ থেকে পিছিয়ে ‘অ্যাভাটার ২’ গিয়ে ঠেকেছে ২০১৬ সালে।
No comments