চিকিৎসকদের যেখানে বদলি করা হবে, সেখানেই থাকতে হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করার জন্য চিকিৎসকদের প্রতি আহবান জানিয়েছেন। চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি বলেছেন, আপনাদের যাকে যেখানে বদলি করা হবে সেখানেই থাকতে হবে। চাকরি পাওয়ার পর গ্রামে পদায়ন করা হলেও সবাই রাজধানীতে থাকতে চায় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন এ ধরনের মানসিকতা বদলাতে হবে। প্রধানমন্ত্রী সকালে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের এডাকেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। পরে প্রধানমন্ত্রী শিশু হাসপাতালেও পৃথক অনুষ্ঠানে অংশ নেন।
No comments