মুঠোফোন বিড়ম্বনায় তারিন
স্টাফ রিপোর্টার: শুটিং স্পটে তিন ঘণ্টার জন্য মুঠোফোন হারিয়ে ফেলেছিলেন অভিনেত্রী তারিন। গত মঙ্গলবারের ঘটনা। উত্তরার একটি শুটিং হাউজে শুটিং চলাকালে তারিনের ব্যক্তিগত মুঠোফোনটি তিন ঘণ্টার জন্য গায়েব হয়ে যায়। তারিন বলেন, আব্বুকে অনেক দিন পর হাসপাতাল থেকে বাড়িতে আনা হয়েছিল। প্রতি মুহূর্তে খবর নেয়ার প্রয়োজন হচ্ছিল। মুঠোফোন হারিয়ে একরকম বিপাকেই পড়েছিলাম। অনেক তোড়জোড় শেষে তিন ঘণ্টা পর হঠাৎ করেই সাজঘরের টেবিলের ওপর মুঠোফোন চলে আসে। ঘটনা এখানে শেষ হলেও কথা ছিল। কিন্তু তারপর থেকেই তারিন আবিষ্কার করেন তার বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনদের কাছ থেকে বিস্ময় প্রকাশ করার মতো ফোন, এসএমএস। তারিন নাকি এদের সবাইকে অপ্রীতিকর এসএমএস পাঠিয়েছিলেন। অনেককে নাকি বন্ধু হওয়ারও আহ্বান করেছেন। তৎক্ষণাৎ মুঠোফোনের ‘সেন্ট আইটেম’-এ গিয়ে তারিন দেখেন , প্রায় ৩০ জনের মতো বন্ধুর কাছে এ ধরনের এসএমএস গেছে। তারিন বলেন, কে বা কারা এ ধরনের নোংরা কাজের সঙ্গে জড়িত ছিল তা জানতে পারিনি। তবে আমার মুঠোফোন থেকে কারও কাছে অপ্রত্যাশিত এসএমএস গিয়ে থাকলে তা একান্তই অনিচ্ছাকৃত। এর আগেও আমার ফেসবুক একাউন্ট একবার হ্যাক হয়েছিল। আমি বুঝি না অন্যের ক্ষতি করে কার কোন ধরনের স্বার্থসিদ্ধি হয়।
No comments