কষ্ট নেই মাশরাফির
স্পোর্টস রিপোর্টার: আফ্রিদি ও ক্রিস গেইলকে নিয়ে যেমন কাড়াকাড়ি শুরু হয়েছিল তেমন কাড়াকাড়ি দেখা গেলো বাংলাদেশের নাসির হোসেনকে নিয়েও। নবাগত নাসিরের এই দামের পরও সবার দৃষ্টি ছিল ‘নড়াইল এক্সপ্রেস’ মাশরাফির দিকে। তবে মাশরাফির ভক্তদের মনে অনেক জল্পনা-কল্পনা থাকলেও শেষ পর্যন্ত হতাশই হতে হয়েছে। কেবল হতাশ নন তিনি। খুব কম মানুষই আছেন, যারা তাদের নিজের অনুভূতি লুকিয়ে রাখতে পারেন। মাশরাফি বিন মর্তুজাও কি তেমনই একজন? তা না হলে কেন তিনি বলবেন, ‘না, আমার কোন অনুভূতি নেই! তাকে নিয়ে ধারণা করেছিলেন হয়তো কমপক্ষে এক লাখ ডলারে এই ‘স্পিডস্টার’কে কিনে নেয়ার জন্য প্রতিযোগিতা হবে ছয় দলের মধ্যে। কিন্তু বাস্তবে সেটা আর হলো কই! এক লাখ তো দূরের কথা, এর অর্ধেক মূল্যও ধরা হয়নি ৩৬ টেস্ট, ১২০ ওয়ানডে ও ১৩ টি-২০ ম্যাচে যথাক্রমে ৭৮, ১৫১ ও ১০ উইকেটের মালিক ২৮ বছর বয়সী সাবেক বাংলাদেশের অধিনায়ক মাশরাফির ক্ষেত্রে! ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)-এ খেলার অভিজ্ঞতাসম্পন্ন মাশরাফির বিষয়ে অংশ নেয়া ছয় দল যে এত কম আগ্রহ দেখাবে, এটা যেন অনেকটা অবাক করার মতোই ব্যাপার। ‘ঢাকা গ্ল্যাডিয়েটরস’ মাশরাফিকে কিনে নিয়েছে মাত্র ৪৫ হাজার ডলারের বিনিময়ে!
No comments