হাতিয়ায় এলজিইডি অফিসে হামলা, ভাঙচুর
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: এডিবির বরাদ্দের ভাগবণ্টনকে কেন্দ্র করে ছাত্রলীগ কর্মীরা হাতিয়া উপজেলা প্রকৌশলী অফিসে হামলা করেছে। এ সময় সন্ত্রাসীদের হামলায় উপজেলা প্রকৌশলী ছাইদুর রহমান ও হিসাব রক্ষক মো. ইয়াকুব আহত হন। গতকাল উপজেলা পরিষদের এলজিইডি অফিসে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ইয়াকুবকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে উপজেলা পরিষদের এক কর্মকর্তা জানান, এডিবির ভাগবণ্টনকে কেন্দ্র করে ৬নং চরকিং ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ মহিউদ্দিনের সঙ্গে এলজিইডি অফিসের হিসাব রক্ষক মো. ইয়াকুবের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। বিষয়টি জানাজানি হলে ছাত্রলীগ কর্মীরা উপজেলা এলজিইডি অফিসে গিয়ে ইয়াকুবের ওপর হামলা চালায়। উত্তেজিত কর্মীদেরকে বাধা দিতে গেলে উপজেলা প্রকৌশলী ছাইদুর রহমানুসহ অন্তত ৫ জন আহত হন। এ সময় ছাত্রলীগ কর্মীরা এলজিইডি অভিসে ভাঙচুর করে। তিনি আরও জানান, উভয় কর্মকর্তার হাতে থাকা মোবাইল ফোন ও সঙ্গে থাকা ৭ হাজার টাকা নিয়ে যায়। ঘটনার পরপর হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছাত্রীলীগ কর্মীদের ডেকে এনে পরে এ ধরনের ঘটনা না করার শর্তে স্বাক্ষর নিয়ে ছেড়ে দেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মো. ওয়ালী উল্যাহ, চরকিং ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন আহাম্মেদ, সোনাদিয়া ইউপি চেয়ারম্যান আহছান উল্যাহ বাহার, নলচিরা ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির বাবলু, তমরুদ্দি ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন বাবু প্রমুখ।
No comments