নাসিক নির্বাচনের চ্যালেঞ্জ by ওমর আলী

বগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন ৩০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভোটের ফল যাই হোক নির্ধারিত সময়ে ঘোষণা দেওয়া উচিত। সাধারণত নির্বাচনের পর প্রতিটি কেন্দ্রেই প্রার্থীদের এজেন্টের উপস্থিতিতে ভোটের ফল ঘোষণা করা হয়। তারপর প্রিসাইডিং অফিসাররা ঘোষিত ফলের একটি কপি রিটার্নিং অফিসারের কাজে জমা দেন। রিটার্নিং অফিসের কাজ হলো সব কেন্দ্রের ভোটের ফল একত্রে যোগ করে চূড়ান্ত ফল ঘোষণা দেওয়া।


পৌরসভা কিংবা সিটি করপোরেশনের ভোটকেন্দ্রগুলো থাকে একেবারে শহরতলিতে। নারায়ণগঞ্জের ভোটকেন্দ্রগুলোও সব শহরের মধ্যে। যোগাযোগ ব্যবস্থাও তুলনামূলকভাবে চট্টগ্রামের চেয়ে অনেক ভালো। সব কেন্দ্রের ভোটের ফল আসতে সর্বোচ্চ ২ ঘণ্টা লাগবে। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষে রাত ৮-৯টায় ভোটের ফল খুব সহজেই ঘোষণা করা সম্ভব।
এ নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এটাই তাদের সর্বশেষ নির্বাচন। তাই মানুষের প্রত্যাশা একটু বেশি। তাছাড়া তত্ত্বাবধায়ক পদ্ধতি বাতিল হওয়ায় সারাদেশের মানুষ এখন তাকিয়ে আছে নারায়ণগঞ্জের পক্ষপাতহীন নিরপেক্ষ নির্বাচনের দিকে। সাধারণ মানুষের একটাই প্রশ্ন, এ নির্বাচন কমিশনের পক্ষে কি সত্যিই নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব? নারায়ণগঞ্জের নির্বাচনের মাধ্যমেই এ প্রশ্নের জবাব মিলবে।
হ মহাখালী, ঢাকা

No comments

Powered by Blogger.