হয়ে গেল ‘রাজা সূর্য খাঁ’র প্রিমিয়ার
গত ১৮ই জানুয়ারি বিএফডিসি’র ভিআইপি প্রজেকশন হলে ত্রিয়া’স মুভিজ প্রযোজিত গাজী মাহবুব পরিচালিত ‘রাজা সূর্য খাঁ’ ছবির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ এমপি। তিনি তার বক্তব্যে ছবিটির প্রযোজক ফ্লা. লে. (অব.) এসএ সুলতান ও পরিচালক গাজী মাহবুবকে ধন্যবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি ‘রাজা সূর্য খাঁ’ ছবির সাফল্য কামনা করে এর নান্দনিকতায় ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ‘রাজা সূর্য খাঁ’র মতো পরিপূর্ণ বিনোদনমূলক নান্দনিক চলচ্চিত্র নির্মাণ হলে চলচ্চিত্রের বর্তমান প্রেক্ষাপট থেকে উত্তরণ সম্ভব। প্রযোজক ফ্লা. লে. (অব.) এসএ সুলতান ছবির পরিচালক গাজী মাহবুব এবং কলাকুশলীদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, চলচ্চিত্র নির্মাণে কারিগরি মান আরও উন্নত হওয়া অতীব জরুরি। তিনি ছবি তৈরির ক্ষেত্রে আরও কারিগরি মান বৃদ্ধির লক্ষ্যে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সরকারের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক ম. হামিদ ও ছবির পরিচালক গাজী মাহবুব।
No comments