অস্ট্রেলিয়ান ওপেন-তৃতীয় রাউন্ডে জোকোভিচ
অস্ট্রেলিয়ান ওপেনে কাল জিতেছেন হলিউডের এক উদীয়মান অভিনেতা। সিনেমার মতোই প্রতিপক্ষ সান্তিয়াগো জিরালডোকে একরকম দুমড়ে-মুচড়ে দিয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন দি এক্সপেনডবলস ২ সিনেমায় অভিনয় করতে যাওয়া নোভাক জোকোভিচ। বিশ্বের ১ নম্বর তারকা ও অস্ট্রেলিয়ান ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন এই সার্বিয়ান জিতেছেন ৬-৩, ৬-২, ৬-১ গেমে।
সহজ জয় পেয়েছেন জোকোভিচের সেমিফাইনাল-বাধা অ্যান্ডি মারেও। ব্রিটেনের আশা-ভরসা গত দুবারের ফাইনালিস্ট মারে ৬-১, ৬-৪, ৬-৪ গেমে হারিয়েছেন ফ্রান্সের এডুয়ার্ড রজার-ভেসেলিনকে। আগের দিন অঘটনের শিকার হয়েছিলেন যুক্তরাষ্ট্রের মার্ডি ফিশ। কাল চোটের কাছে হেরে বিদায় নিয়েছেন যুক্তরাষ্ট্রের সর্বশেষ গ্র্যান্ড স্লামজয়ী পুরুষ খেলোয়াড় অ্যান্ডি রডিকও। অবশ্য ম্যাচ ছেড়ে দেওয়ার সময় লেটন হিউয়িটের বিপক্ষে ২-১ সেটে পিছিয়ে ছিলেন রডিক।
জিতে তৃতীয় রাউন্ডে উঠেছেন আরও দুই সাবেক চ্যাম্পিয়ন। মহিলা এককের সাবেক চ্যাম্পিয়ন মারিয়া শারাপোভা ও সেরেনা উইলিয়ামস জিতেছেন সহজেই। ২০০৮-এর চ্যাম্পিয়ন শারাপোভা মাত্র ৬৪ মিনিটেই ৬-০, ৬-১ গেমে হারিয়েছেন যুক্তরাষ্ট্রের জেমি হ্যাম্পটনকে। এককে ক্যারিয়ারের ৫০০তম জয় পেয়েছেন পাঁচবারের চ্যাম্পিয়ন সেরেনা। চেক প্রজাতন্ত্রের বারবোরা জালাভোভা স্ট্রাইকোভাকে ৬-০, ৬-৪ গেমে হারাতে শারাপোভার চেয়ে মাত্র ২ মিনিট বেশি নিয়েছেন সেরেনা।
এই দুজন সহজে জিতলেও কাল ঘাম ঝরিয়েই জিততে হয়েছে বিশ্বের ২ নম্বর মহিলা খেলোয়াড় পেত্রা কেভিতোভাকে। র্যাঙ্কিংয়ের ৫৮ নম্বর খেলোয়াড় স্পেনের কার্লা সুয়ারেজ নাভারোর বিপক্ষে ৬-২, ২-৬, ৬-৪ গেমে জিতেছেন এবারের প্রতিযোগিতার অন্যতম ফেবারিট এই চেক তারকা। ম্যাচে ৪৮টি আনফোর্সড এরর করেছেন উইম্বলডন-জয়ী কেভিতোভা। আরেকটি তিন সেটের ম্যাচে কানাডার আলেক্সান্দ্রা ওজনিয়াককে ৬-৪, ১-৬, ৬-২ গেমে হারিয়েছেন রাশিয়ার মারিয়া কিরিলেঙ্কো।
তেমন বড় অঘটন না ঘটলেও মহিলা একক থেকে কাল বিদায় নিয়েছেন তিন বাছাই খেলোয়াড়—রবার্তা ভিঞ্চি (২৩তম বাছাই), নাদিয়া পেত্রোভা (২৯) ও কাইয়া কানেপি (২৫)। রয়টার্স।
জিতে তৃতীয় রাউন্ডে উঠেছেন আরও দুই সাবেক চ্যাম্পিয়ন। মহিলা এককের সাবেক চ্যাম্পিয়ন মারিয়া শারাপোভা ও সেরেনা উইলিয়ামস জিতেছেন সহজেই। ২০০৮-এর চ্যাম্পিয়ন শারাপোভা মাত্র ৬৪ মিনিটেই ৬-০, ৬-১ গেমে হারিয়েছেন যুক্তরাষ্ট্রের জেমি হ্যাম্পটনকে। এককে ক্যারিয়ারের ৫০০তম জয় পেয়েছেন পাঁচবারের চ্যাম্পিয়ন সেরেনা। চেক প্রজাতন্ত্রের বারবোরা জালাভোভা স্ট্রাইকোভাকে ৬-০, ৬-৪ গেমে হারাতে শারাপোভার চেয়ে মাত্র ২ মিনিট বেশি নিয়েছেন সেরেনা।
এই দুজন সহজে জিতলেও কাল ঘাম ঝরিয়েই জিততে হয়েছে বিশ্বের ২ নম্বর মহিলা খেলোয়াড় পেত্রা কেভিতোভাকে। র্যাঙ্কিংয়ের ৫৮ নম্বর খেলোয়াড় স্পেনের কার্লা সুয়ারেজ নাভারোর বিপক্ষে ৬-২, ২-৬, ৬-৪ গেমে জিতেছেন এবারের প্রতিযোগিতার অন্যতম ফেবারিট এই চেক তারকা। ম্যাচে ৪৮টি আনফোর্সড এরর করেছেন উইম্বলডন-জয়ী কেভিতোভা। আরেকটি তিন সেটের ম্যাচে কানাডার আলেক্সান্দ্রা ওজনিয়াককে ৬-৪, ১-৬, ৬-২ গেমে হারিয়েছেন রাশিয়ার মারিয়া কিরিলেঙ্কো।
তেমন বড় অঘটন না ঘটলেও মহিলা একক থেকে কাল বিদায় নিয়েছেন তিন বাছাই খেলোয়াড়—রবার্তা ভিঞ্চি (২৩তম বাছাই), নাদিয়া পেত্রোভা (২৯) ও কাইয়া কানেপি (২৫)। রয়টার্স।
No comments