গাইবান্ধায় মদ্যপানে ২ ব্যক্তির মৃত্যু অসুস্থ ২




উত্তরাঞ্চল প্রতিনিধি: গাইবান্ধায় মদ্যপানে বুধ ও বৃহস্পতিবার দুই দিনে ২ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়েছে আরও ২ জন। আহতদের রংপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।  নিহতরা হলেন সদর উপজেলার দাড়িয়াপুর গ্রামের আমিনুল কসাই এবং সফিকুল ইসলাম। গ্রামবাসী জানায়, গাইবান্ধা সদর উপজেলার দাড়িয়াপুরে দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে মদের ব্যবসা করে আসছিল একই এলাকার আমিনুল নামের এক ব্যক্তি। বুধবার রাতে আমিনুল, আনিসুল ইসলাম, বাদশা মিয়া ও সফিকুল ইসলাম একসঙ্গে মদ্যপান করে। রাতে তারা ৪ জনই অসুস্থ হয়ে পড়লে  লোকলজ্জার ভয়ে তাদের গোপনভাবে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে নেয়ার পথে আমিনুল কসাই মারা যায়। গতকাল বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সফিকুল ইসলামের মৃত্যু হয়। বিষয়টি নিয়ে এলাকায় গুঞ্জন শুরু হলে পুলিশি বিষয় এড়াতে রাতেই গোপনভাবে কবর দেয়া হয় আমিনুল কসাইকে। গতকাল পর্যন্ত অপর নিহত সফিকুলের লাশ কবরস্থ করা হয়নি।

No comments

Powered by Blogger.