সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় পুলিশের এসআই নিহত
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর নয়াবাড়ী এলাকায় রহিম স্টিল মিলের সামনে গতকাল সড়ক দুর্ঘটনায় রিপন দাস (২৭) নামের পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক বাস ও চালককে আটক করেছে পুলিশ। সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) আলেক খান জানান, রিপন দাস সোনারগাঁ থানায় কর্মরত ছিলেন, কিন্তু ১৫ দিন আগে তাকে নারায়ণগঞ্জ আদালতে বদলি করা হয়েছে। কিন্তু তার বাসা সোনারগাঁ থানা এলাকায় থেকে যায়। গতকাল দুপুর ২টায় ডিউটি শেষে আদালত থেকে মটরসাইকেলযোগে বাসায় ফেরার পথে কাঁচপুর নয়াবাড়ি এলাকার রহিম স্টিল মিলের সামনে আসলে পেছন থেকে ঢাকা-আড়াইহাজারের অভিলাষ পরিবহনের একটি দ্রুতগামী যাত্রাবাহী বাস পেছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী এসআই রিপন দাস মাটিতে ছিটকে পড়েন। এতে তার ব্যবহৃত মটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় অভিলাস পরিবহনের চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই এসআই রিপন দাস নিহত হন।
No comments