উচ্ছ্বসিত নাসির
স্পোর্টস রিপোর্টার: দেশীয় প্রেক্ষাপটে নিলামের সবচেয়ে দামী ক্রিকেটার হিসেবে বিক্রি হয়েছেন ২ লাখ ডলারে নাসির হোসেন। এটিও নিশ্চয়ই কম প্রাপ্তি বা অর্জন নয়! তাকে কিনে নিয়েছে খুলনা রয়েল বেঙ্গলস। তাই উচ্ছ্বসিত তিনি। আর এই উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে তিনি বলেছেন, ‘দেশের মধ্যে সবচেয়ে বেশি অর্থে বিক্রি হয়েছি, এতে অবশ্যই দারুণ খুশি। এতে ভাগ্যেরও হাত ছিল বলবো। তবে ইচ্ছা রংপুর দলের হয়ে খেলবো। কিন্তু তারা তো বিপিএলে নেই! আরও জানালেন, ‘আমি মনে করি সামপ্রতিক সময়ে ভাল ক্রিকেট খেলার কারণেই আমাকে এত দাম দিয়ে কিনতে আগ্রহী হয়েছে দলগুলো। চেষ্টা করবো এই ফর্মে বিপিএলেও খেলতে। যদিও এখন কোন প্ল্যান করিনি দল ও নিজের টার্গেট সম্পর্কে।’ কয়েক দিনের মধ্যেই খুলনা দলের অনুশীলন ক্যাম্প শুরু হবে। তাতে যোগ দিচ্ছেন নাসির। বিপিএলে বিদেশী ক্রিকেটারদের আধিক্য প্রসঙ্গে নাসিরের ভাষ্য, ‘এতে বরং দেশী প্লেয়ারদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব গড়ে উঠবে ও তাদের খেলার মানেরও উন্নতি হবে।’
No comments