ফালু ও হাসেমের মামলা বাতিল
স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব মোসাদ্দেক আলী ফালু এবং সাবেক এমপি এমএ হাসেমের বিরুদ্ধে দায়ের করা আয়বহির্ভূত সম্পদের মামলা বাতিল ঘোষণা করেছে হাইকোর্ট। বিচারপতি একেএম ফজলুর রহমান এবং বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ গতকাল এ রায় দেয়। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালে দুর্নীতি দমন কমিশন (দুদক) মোসাদ্দেক আলী ফালু এবং এমএ হাসেমের বিরুদ্ধে মামলা দায়ের করে। এ মামলা বাতিল চেয়ে তারা হাইকোর্টে আবেদন করেন। ২০০৯ সালে হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত ঘোষণা করে। ওই সময় আদালত একই সঙ্গে রুল জারি করেছিলো। গতকাল ওই রুলের চূড়ান্ত শুনানি শেষে রায় দেয় হাইকোর্ট। ফালু এবং এমএ হাসেমের পক্ষে শুনানি করেন আইনজীবী আহসানুল করিম। তিনি বলেন, ড. মহীউদ্দীন খান আলমগীরের মামলায় সুপ্রিম কোর্টের দেয়া রায় অনুযায়ী কারাগারে আটক অবস্থায় কাউকে সম্পদের হিসাব চেয়ে নোটিশ দিলে তা বৈধ হবে না। একইসঙ্গে দুদক বলতে চেয়ারম্যান এবং কমিশনারদের বুঝায়। চেয়ারম্যান এবং কমিশনারদের অনুপস্থিতিতে দুদকের সচিবের নোটিশ দেয়ার কোন এখতিয়ার নেই। এ দুই বিবেচনায় ফালু এবং হাসেমকে দুদক যে নোটিশ দিয়েছে তা বৈধ নয়। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান।
No comments