‘যে কোন সময় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বদলে যেতে পারে’
স্টাফ রিপোর্টার: গত বছর ৩০শে জুন ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং সে দেশের সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় বলেছিলেন, যে কোন সময় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পূর্ণ বদলে যেতে পারে। বাংলাদেশে শেখ হাসিনার সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক খুবই গভীর পৃষ্ঠা ১৭ কলাম ৬
। জঙ্গি নিয়ন্ত্রণে তারা আমাদের যথেষ্ট সহায়তা করছে। কিন্তু তারপরও ওই দেশের পরিস্থিতি খুবই সংবেদনশীল। মনমোহন বলেন, সব কিছুর পরেও মনে রাখতে হবে, সে দেশের ২৫ ভাগ মানুষ জামায়াতে ইসলামীর সমর্থক। যারা খুবই ভারতবিদ্বেষী। আইএসআই’র জালও ছড়িয়ে রয়েছে এ দেশে। তাই যে কোন সময় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পূর্ণ বদলে যেতে পারে। আর সেজন্যই ভারতও এই দেশের সঙ্গে সুসম্পর্ককে স্থায়ী রূপ দিতে প্রয়াসী হয়েছে। ১লা জুলাই মনমোহনের এ মন্তব্য বাংলাদেশ ও ভারতের পত্র-পত্রিকায় ছাপা হলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। পরদিনই ভারতীয় প্রধানমন্ত্রীর সরকারি ওয়েবসাইট থেকে এ মন্তব্য বাদ দেয়া হয়। ওয়েবসাইটে আগের ভাষ্যকে সরিয়ে নতুন করে সংশোধিত ভাষ্য প্রকাশ করা হয়। সেখানে বাংলাদেশের প্রসঙ্গে প্রধানমন্ত্রীর কোন মন্তব্যই রাখা হয়নি। বলা হয়, প্রধানমন্ত্রী যা বলেছিলেন তা অফ দ্য রেকর্ড।
। জঙ্গি নিয়ন্ত্রণে তারা আমাদের যথেষ্ট সহায়তা করছে। কিন্তু তারপরও ওই দেশের পরিস্থিতি খুবই সংবেদনশীল। মনমোহন বলেন, সব কিছুর পরেও মনে রাখতে হবে, সে দেশের ২৫ ভাগ মানুষ জামায়াতে ইসলামীর সমর্থক। যারা খুবই ভারতবিদ্বেষী। আইএসআই’র জালও ছড়িয়ে রয়েছে এ দেশে। তাই যে কোন সময় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পূর্ণ বদলে যেতে পারে। আর সেজন্যই ভারতও এই দেশের সঙ্গে সুসম্পর্ককে স্থায়ী রূপ দিতে প্রয়াসী হয়েছে। ১লা জুলাই মনমোহনের এ মন্তব্য বাংলাদেশ ও ভারতের পত্র-পত্রিকায় ছাপা হলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। পরদিনই ভারতীয় প্রধানমন্ত্রীর সরকারি ওয়েবসাইট থেকে এ মন্তব্য বাদ দেয়া হয়। ওয়েবসাইটে আগের ভাষ্যকে সরিয়ে নতুন করে সংশোধিত ভাষ্য প্রকাশ করা হয়। সেখানে বাংলাদেশের প্রসঙ্গে প্রধানমন্ত্রীর কোন মন্তব্যই রাখা হয়নি। বলা হয়, প্রধানমন্ত্রী যা বলেছিলেন তা অফ দ্য রেকর্ড।
No comments