খুলনা পাবলিক কলেজে রাতভর ডাকাতের তাণ্ডব
স্টাফ রিপোর্টার, খুলনা থেকে: খুলনা পাবলিক কলেজের রজতজয়ন্তির একদিন আগে কলেজের ১৮টি কক্ষ ও ৫৪টি আলমারি ভাঙচুর ও লুটপাট করে ডাকাতরা তাণ্ডব চালিয়েছে। গত বুধবার মধ্যরাতে সশস্ত্র ডাকাতরা কলেজের ৪ নৈশ প্রহরীকে বেঁধে প্রায় তিনঘণ্টা এ তাণ্ডব চালায়। এ সময় ডাকাতরা নগদ ৫২ হাজার টাকা, ল্যাবরেটরি থেকে একটি অত্যাধুনিক ল্যাপটপ ও ৫টি মাইক্রোস্কোপ লুট করে নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ৪ নৈশ প্রহরীকে আটক করেছে। গতকাল সকালে ঘটনার সংবাদ পেয়ে কেএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে খালিশপুর থানায় মামলা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার রাত ২টার দিকে ডাকাত দল নগরীর বয়রাস্থ খুলনা পাবলিক কলেজের প্রাচীর টপকে ভেতরে ঢুকে কিছু বুঝে উঠার আগেই জয়নাল আবেদীন (৫২), আজম (২৮), জোসেফ গায়েন (৫৫) ও সাগর (২০) নামের ৪ নৈশ প্রহরীকে বেঁধে ফেলে। পরে পর্যায়ক্রমে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সায়েন্স ল্যাবরেটরি, হিসাব শাখা, লাইব্রেরি ও প্রকৌশলীর কক্ষসহ ১৮টি কক্ষ ভাঙচুর করে। এ সময় ৫৪টি স্টিল ও কাঠের আলমারির তালা ভেঙে তছনছ করে। হিসাব শাখা থেকে নগদ ৫২ হাজার টাকা, ল্যাবরেটরি থেকে একটি অত্যাধুনিক ল্যাপটপ ও ৫টি মাইক্রোস্কোপ লুট করে নিয়ে যায়। রাত ২টা থেকে ৫টা পর্যন্ত ডাকাতরা নতুন ও পুরাতন প্রশাসনিক ভবনে তাণ্ডব চালায়। ভোর সাড়ে ৫টার দিকে নৈশ প্রহরী জোসেফ গাইন কৌশলে ছুটে গিয়ে কলেজের কেয়ারটেকার আলী আকবরকে খবর দিলে তিনি কলেজ অধ্যক্ষ ও উপাধ্যক্ষকে সঙ্গে নিয়ে ক্যাম্পাসে এসে নৈশ প্রহরীর কাছ থেকে ঘটনা শুনে পুলিশকে খবর দেন। নৈশ প্রহরী জোসেফ গাইন জানান, ১৬ জন সশস্ত্র ডাকাত কলেজের প্রাচীর টপকে ভেতরে ঢুকে তাদের বেঁধে পর্যায়ক্রমে কক্ষগুলো ভাঙচুর ও লুটপাট করে।
No comments