জন-প্রিয়ার বিয়ে!
বিনোদন ডেস্ক: গোপনে বিয়ে করেছেন বলিউডের হার্টথ্রব অভিনেতা জন আব্রাহাম। এমনটাই গুঞ্জন উঠেছে বলিউডপাড়ায়। তবে গুঞ্জন হলেও জনের বেশ কয়েকটি ঘনিষ্ঠ সূত্র তার বিয়ের খবরটি সত্য বলেই জানিয়েছেন। প্রেমিকা প্রিয়া রানচালকেই বিয়ে করেছেন তিনি। প্রিয়া বর্তমানে লস অ্যাঞ্জেলেসে ফিন্যানসিয়াল অ্যানালিস্ট হিসেবে কর্মরত রয়েছেন। গতকাল থেকে জন-প্রিয়ার বিয়ের বিষয়টি নিয়ে বিশ্ব মিডিয়ায় তোলপাড় শুরু হলেও এখন পর্যন্ত জনের তরফ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি এ সম্পর্কে। জানা গেছে, জন নিজের জন্মদিন প্রিয়া ও তার বাবা-মা’র সঙ্গে পালন করার জন্য বর্তমানে লস অ্যাঞ্জেলেসে অবস্থান করছেন। আর জন্মদিন উদযাপন করতে গিয়েই কোটি মেয়ে ভক্তের মন ভেঙে দিয়ে হার্টথ্রব জন আব্রাহাম বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন প্রিয়ার সঙ্গে। প্রিয়ার সঙ্গে জনের সম্পর্ক খুব বেশি দিনের না হলেও এ অল্প সময়েই বেশ ঘনিষ্ঠ হয়ে গিয়েছিলেন তারা। যার ফলে বিয়ের মাধ্যমে তাদের সম্পর্কের পরিণতি হলো বলে জানিয়েছেন কয়েকজনের ঘনিষ্ঠ বন্ধুবান্ধব। এদিকে প্রিয়ার আগে গত বছরই টানা নয় বছরের সম্পর্কের অবসান ঘটান জন আব্রাহাম ও বিপাশা বসু। বিপাশা বিয়ের মধ্য দিয়ে সম্পর্কের পরিণতি টানতে চাইলেও জন তাতে রাজি হননি। যার কারণে তাদের সম্পর্ক একপর্যায়ে শেষ হয়ে যায়। এদিকে জনের সঙ্গে সম্পর্ক ভাঙনের পর বিপাশা গুঞ্জনে জড়িয়েছেন ‘দাম মারো দাম’ ছবিতে তার কো-আর্টিস্ট হিসেবে কাজ করা রানা দাগুবাতির সঙ্গে। বেশ কয়েকবারই তাদের ডেটিং করতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, এ বছরই তারা বিয়েও করতে যাচ্ছেন। তবে তার আগেই জন-প্রিয়ার বিয়ের গুঞ্জন বর্তমানে ভেসে বেড়াচ্ছে বিশ্ব মিডিয়ায়। এখন দেখার বিষয় নিজের বিয়ের ঘোষণা কখন ও কিভাবে দেন জন আব্রহাম। আর তাতে বিপাশা বসুর প্রতিক্রিয়াইবা কী হয়।
No comments