চলচ্চিত্রে ফারজানা ছবি
স্টাফ রিপোর্টার: চলচ্চিত্রে অভিনয় করছেন টেলিভিশন নাটকের অভিনেত্রী ও নির্মাতা ফারজানা ছবি। ছবিটির নাম ‘জোছনা রাতের গল্প’। ফাইজুল হকের কাহিনী, সংলাপ ও চিত্রনাট্যে এটি পরিচালনা করছেন বিপ্লব হায়দার। ছবির গল্পে দেখা যাবে, একজন ফেরিওয়ালা নৌকায় গ্রামে গ্রামে ঘুরে হাঁড়ি-পাতিলসহ প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করে বেড়ায়। এমনিভাবে নদী তীরবর্তী একটি চরে যায় বিক্রি করার উদ্দেশ্যে। সেখানে তার দেখা হয় বিবাহিত একজন মহিলার সঙ্গে। এক সময় তার সঙ্গে গভীর প্র্রেমের সম্পর্কও তৈরি হয়। এছাড়াও আরও কিছু ঘটনা ঘটে। ফারজানা ছবি বলেন, আমি এখানে নদী তীরবর্তী চরের বিবাহিত মহিলার চরিত্রে অভিনয় করছি। ছবির নায়ককে আমার প্রথমেই ভাল লেগে যায়। দুজনেই অনেক ঘটনার মধ্য দিয়ে প্রেমে জড়িয়ে যাই। পরে তার সঙ্গে গভীর প্রেমের সম্পর্কও গড়ে ওঠে। ছবিটির সংগীত পরিচালনা করছেন পার্থ মজুমদার। ইতিমধ্যে এ ছবির দুটি গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গান দুটিতে কণ্ঠ দিয়েছেন আসিফ আলতাফ। আগামীকাল স্বরূপকাঠিতে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা ছিল। পরিচালক সেই অনুযায়ী একটি বিশাল সেটও তৈরি করেছেন। কিন্তু ওপেন স্পেস-এ সেট করায় বৃষ্টিতে সেট নষ্ট হয়ে গেছে। পরিচালক বলেন, প্রথমেই একটি বাধা পেলাম। তারপরও ছবিটি আমি সঠিকভাবেই করতে চাই। তাই কিছুটা সময় নিচ্ছি। আসছে ২৮শে জানুয়ারি থেকে ছবিটির কাজ পূর্ণোদ্যমে শুরু করবো বলে আশা করছি।
No comments