পাকিস্তানের ভিসা পেলেন বিতর্কিত মনসুর ইজাজ
মেমোগেট কেলেঙ্কারীর কেন্দ্রে থাকা ও বহুল বিতর্কিত পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন ব্যবসায়ী মনসুর ইজাজকে ভিসা দিয়েছে পাকিস্তান। তিনি পাকিস্তানে একটি বিচার বিভাগীয় কমিশনের সামনে উপস্থিত হবেন। সেখানে মেমোগেট সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে তাকে। বৃটেনে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ওয়াজিদ শামসুল হাসান বলেন, গতকাল বিমানবন্দর থেকে মনসুর পাকিস্তান হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করেন। গতকালই তার ভিসার আবেদনটি মঞ্জুর করে পাকিস্তানি কর্তৃপক্ষ। আগামী ২৪শে জানুয়ারি তাকে দেশটির বিচার বিভাগীয় একটি প্যানেলে উপস্থিত হবেন মনসুর। এদিকে মেমোগেট কেলেঙ্কারীর তদন্তের স্বার্থে পাকিস্তানি পার্লামেন্টের একটি প্যানেলও ২৬শে জানুয়ারি মনসুরকে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে মনসুর ইজাজের আনীত রাষ্ট্রদ্রোহিতার অভিযোগটি সত্য প্রমাণিত হলে তা ওয়াশিংটনে নিযুক্ত পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত হুসেইন হাক্কানি ও পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির পতনকে ত্বরান্বিত করবে। এ ঘটনাকে কেন্দ্র করে এরই মধ্যে দেশটির সরকার ও শক্তিশালী সেনাবাহিনী এবং অন্যদিকে বিচার বিভাগ ও সরকারের মধ্যে যে টানাপড়েনের সম্পর্ক সৃষ্টি হয়েছে, তা আরও ঘোলাটে রূপ নেবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
No comments