এনডিটিভি’র রিপোর্ট: ষড়যন্ত্রকারীরা ভারতবিরোধী গ্রুপের

মানবজমিন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাত ষড়যন্ত্র ব্যর্থ করে দেয়ার ঘটনায় বিশ্বজুড়ে তোলপাড় চলছে। ভারতের অনলাইন এনডিটিভি জানায়, ভারতবিরোধী একটি গ্রুপ ওই ষড়যন্ত্র চেষ্টার সঙ্গে জড়িত। এই গ্রুপটি মনে করছিল, নয়া দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছিল। ওয়াশিংটন পোস্ট বলেছে, এ অভ্যুত্থান প্রচেষ্টায় জড়িতদের কি কারণে ধর্মীয় উগ্রপন্থি বলে বর্ণনা করা হচ্ছে তা পরিষ্কার নয়। গতকাল বাংলাদেশ সেনাবাহিনী সংবাদ সম্মেলন করে ওই ষড়যন্ত্র চেষ্টা নস্যাৎ করে দেয়ার দাবি করে। এ নিয়ে দ্য ওয়াশিংটন পোস্ট বার্তা সংস্থা এপি’র উদ্ধৃতি দিয়ে জানায়, ২০০৯ সালে বিডিআর বিদ্রোহের পর থেকে সেনাবাহিনীর সঙ্গে   পৃষ্ঠা ৮ কলাম ১ শেখ হাসিনা সরকারের যে টানাপড়েন চলছে এই অভ্যুত্থান পরিকল্পনা তাকে ছাপিয়ে গেছে। ভারতের অনলাইন এনডিটিভি জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে বাংলাদেশ সেনাবাহিনীর কট্টরপন্থি মুসলিম কিছু অফিসার, তাদের অবসরপ্রাপ্ত সহযোগী এবং বিদেশে বসবাসরত বাংলাদেশী কিছু ষড়যন্ত্রকারীর পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। গতকাল সেনাবাহিনীর এক মুখপাত্র এ কথা বলেছেন। ভারতের অনলাইন এনডিটিভি ‘বাংলাদেশ ক্যু ফয়েল্ড, ক্লেইমস মিলিটারি; এন্টি-ইন্ডিয়ান গ্রুপ প্লটেড ক্যু?’ শিরোনামে প্রকাশিত এক রিপোর্টে এসব কথা বলেছে। এতে বলা হয়, ষড়যন্ত্র পরিকল্পনাকারীরা ভারতবিরোধী একটি গ্রুপের। তারা মনে করছিল, ঢাকার সঙ্গে নয়া দিল্লির সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ হচ্ছিল। গতকাল এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মাদ মাসুদ রাজ্জাক সাংবাদিকদের বলেছেন, এ বিষয়ে সেনাবাহিনীর কাছে সুনির্দিষ্ট প্রমাণ আছে যে, হীন এ ষড়যন্ত্রে জড়িত বাংলাদেশ  সেনাবাহিনীর বর্তমান ও সাবেক ১৬ জন কর্মকর্তা। তাদের রয়েছে কট্টর ধর্মীয় দৃষ্টিভঙ্গি। তিনি আরও বলেন, বাংলাদেশের বাইরে বসবাস করেন এমন ষড়যন্ত্রকারীদের এতে উস্কানি ছিল। মাসুদ রাজ্জাক বলেন, এ ঘটনায় অবসরপ্রাপ্ত দু’কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু তিনি বলেননি কবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। ওই রিপোর্টে আরও বলা হয়, ১৯৯০ সাল থেকে বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র প্রচলিত। এ দেশে অভ্যুত্থান-পাল্টা অভ্যুত্থানের ইতিহাস আছে। দ্য ওয়াশিংটন পোস্টে বলা হয়, ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মাদ মাসুদ রাজ্জাক বলেছেন, এ পরিকল্পনার সঙ্গে জড়িত অবসরপ্রাপ্ত দুই কর্মকর্তা- লেফটেন্যান্ট কর্নেল (অব.) এহসান ইউসুফ ও মেজর জাকিরকে গ্রেপ্তার করা হয়েছে। কর্তৃপক্ষ অপর পলাতক অথচ বর্তমান কর্মকর্তা মেজর জিয়াউল হককে খুঁজছে। ব্রিগেডিয়ার মাসুদ রাজ্জাক বলেন, ইউসুফ ও জাকিরকে গ্রেপ্তারের পর মেজর জিয়াউল হক তার কর্মস্থল থেকে পালিয়েছেন। ওই রিপোর্টে আরও বলা হয়, সাধারণ নির্বাচনে ব্যাপক বিজয়ের পর ক্ষমতায় আসার ঠিক দুই মাস পরে ২০০৯ সালে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীতে বিদ্রোহ দেখা দেয় কম বেতন, ভাতা ও পদোন্নতি বৈষম্যের অভিযোগে। তাতে কমপক্ষে ৭৪ জন সেনা কমান্ডারকে হত্যা করা হয়। নিহতদের মধ্যে অনেকেই ছিলেন বিদ্রোহীদের কমান্ডার। ওয়াশিংটন পোস্টে আরও বলা হয়, ৮ শতাধিক বর্ডার গার্ডের বিরুদ্ধে ঢাকায় হত্যা, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে বিচার করছে হাসিনার সরকার। রাজধানী ঢাকার বাইরে যে শ’ শ’ সদস্য বিদ্রোহ করেছিল তাদের বিচার এরই মধ্যে হয়েছে এবং তাদের জেল দেয়া হয়েছে। শেখ হাসিনা ২০০৯ সালে ক্ষমতায় আসার পর ইসলামি জঙ্গি দলগুলোকে নিষিদ্ধ করেছেন এবং সামপ্রতিক ভাষণগুলোতে তিনি সতর্কতা উচ্চারণ করেছেন যে, ওই সব গ্রুপ তার নির্বাচিত সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ওয়াশিংটন পোস্ট আরও বলেছে, ১৯৯০ সাল থেকে বাংলাদেশ সংসদীয় গণতন্ত্রের দেশ। এ দেশে দু’জন প্রেসিডেন্টকে সেনা অভ্যুত্থানে হত্যা করা হয়েছে। ১৯টি অভ্যুত্থান প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। শেখ হাসিনার পিতা, বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমানকে ১৯৭৫ সালে প্রথম সামরিক অভ্যুত্থানে হত্যা করা হয়। এর পরের অভ্যুত্থান ঘটে ১৯৮১ সালে। তখন  সেনাপ্রধান পরে প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বামী- তাকেও হত্যা করা হয়। খালেদা জিয়া শেখ হাসিনার মূল প্রতিদ্বন্দ্বী। বাংলাদেশের শেষ সামরিক শাসক জেনারেল (অব.) হুসেইন মুহম্মদ এরশাদকে ১৯৯০ সালে ক্ষমতা থেকে শেখ হাসিনা ও খালেদা জিয়ার যৌথ গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে উৎখাত করা হয়। আল-জাজিরা অনলাইন ‘বাংলাদেশে সরকার উৎখাতের পরিকল্পনা নস্যাৎ’ শিরোনামে বলেছে, শেখ হাসিনার সরকারকে উৎখাতের একটি পরিকল্পনা বাংলাদেশ সেনাবাহিনী নস্যাৎ করে দিয়েছে। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে অবসরপ্রাপ্ত দুই সামরিক কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইরিশ টাইমস ‘বাংলাদেশে অভ্যুত্থানের পরিকল্পনা নস্যাৎ করেছে সেনাবাহিনী’ শিরোনামে লিখেছে, সামরিক এক মুখপাত্র জানিয়েছেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান পরিকল্পনা সেনাবাহিনী নস্যাৎ করে দিয়েছে। ইকোনমিক টাইমস ‘বাংলাদেশে সামরিক অভ্যুত্থানের পরিকল্পনা নস্যাৎ, ষড়যন্ত্রে শীর্ষ কর্মকর্তারা জড়িত’ শিরোনামে লিখেছে- বাংলাদেশ সেনাবাহিনী বৃহস্পতিবার জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে উৎখাতের একটি পরিকল্পনা বাংলাদেশ সেনাবাহিনী নস্যাৎ করে দিয়েছে। শিকাগো ট্রিবিউন ‘ডিসেম্বরের অভ্যুত্থান নস্যাতের দাবি বাংলাদেশ সেনাবাহিনীর’ শিরোনামে লিখেছে- বাংলাদেশ সেনাবাহিনী বৃহস্পতিবার বলেছে, বর্তমান এবং অবসরপ্রাপ্ত কিছু সামরিক কর্মকর্তার প্রচেষ্টায় একটি সরকার উৎখাতের পরিকল্পনা তারা নস্যাৎ করে দিয়েছেন। এএফপি ‘বাংলাদেশে ইসলামপন্থিদের অভ্যুত্থান পরিকল্পনা নস্যাৎ: সেনাবাহিনী’ শিরোনামে লিখেছে- বাংলাদেশ সেনাবাহিনী বলেছে, তারা গত মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচিত সরকারকে উৎখাত করার একটি পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে।

No comments

Powered by Blogger.