সাংবিধানিক আদালত গঠন করা বাধ্যতামূলক বলে সরাসরি মন্তব্য করেছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। মঙ্গলবার সিন্ধু হাইকোর্ট বার সমিতিতে বক্তব্যকালে তিনি বলেন, সুপ্রিম কোর্টের হুমকির পর চাপের মুখে সচল করা হয়েছিল ১৯তম সংবিধান সংশোধন। গণতন্ত্রের সনদের ধারা অনুযায়ী বিচার বিভাগকে সংস্কার করা হবে। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। এ বছর অক্টোবরে অবসরে যাচ্ছেন পাকিস্তানের প্রধান বিচারপতি কাজী ফয়েজ ইশা। তার আগেই নানা জল্পনার মাঝে সরকার সাংবিধানিক প্যাকেজ সামনে ঠেলে দেয়। এই ঘটনার আগে গত মাসে নতুন প্রধান বিচারপতি নিয়োগের নোটিফিকেশন নিশ্চিত করার অনুরোধ জানায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই)। বিলাওয়াল ভুট্টো বলেন, ১৮তম সংশোধনীর মাধ্যমে বিশ্বজুড়ে স্বীকৃত আইনের অধীনে বিচারকদের নিয়োগ প্রক্রিয়া চালায় পার্লামেন্ট। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে সব বিচারক নিয়োগ হয় পার্লামেন্টের সিদ্ধান্তে। এ জন্য সেখানে কখনো কোনো সামরিক আইন আসেনি।
তিনি সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলি ভুট্টোর মৃত্যুদণ্ডকে বিচারিক হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করেন। বিলাওয়াল বলেন, একটি সাংবিধানিক আদালত গঠন করা জরুরি এবং আমাদের জন্য অত্যাবশ্যকীয়, যাতে আর কোনো প্রধানমন্ত্রীকে ফাঁসি দেয়া না যায়। জনগণ সুবিচার পায়। এ সময় তিনি সামরিক শাসকদের কড়া সমালোচনা করেন। বলেন, তার মা সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো দেখেছেন সামরিক স্বৈরাচার জেনারেল জিয়াউল হকের যুগ। ওই সময় রাজনৈতিক সব নেতাকর্মীকে নিষ্ঠুর নির্যাতন সহ্য করতে হয়েছে। তিনি আরও বলেন, শহীদ বেনজির জানতেন আমাদের ব্যবস্থা ভেঙে পড়েছে। ওই সময় সাবেক প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরী কোনো বিপ্লবী ছিলেন না। সাবেক প্রধান বিচারপতি মিয়া সাকিব নিসারের নাম উল্লেখ না করে তিনি বলেন, তখন কোনো দমওয়ালা বিচারকও ছিলেন না।
No comments