আগের ঘোষণাটা ভুল ছিল- আসলে এটাই রস+আলোর শেষ সংখ্যা
গত সংখ্যার রসকীয়তে লিখছিলাম, ‘পৃথিবী ধ্বংস হয়ে গেলে এটাই হবে শেষ রস+আলো, শেষ রসকীয়।’ আসলে মায়া সভ্যতার ক্যালেন্ডার অনুযায়ী পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল। তাই আমরা এমন একটা ঘোষণা দিয়েছিলাম। কিন্তু অন্য অনেক ঘোষণার মতোই এই ঘোষণাও ভুল প্রমাণিত হয়েছে।
পৃথিবী ধ্বংস হয়নি। তাই রস+আলোও প্রকাশিত হয়েছে। কিন্তু এবার একেবারে নিশ্চিত হয়েই নতুন একটা ঘোষণা দিচ্ছি। এতদ্দ্বারা আপনাদের সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে চাঁদ দেখা যাক আর না যাক, সূর্য উঠুক আর না উঠুক ২০১২ সালে আর রস+আলো প্রকাশিত হবে না। অর্থাৎ, এটাই রস+আলোর শেষ সংখ্যা, শেষ রসকীয়। তবে চিরদিনের জন্য নয়, শুধু এ বছরের জন্য। আসলে সবকিছুরই একটা শেষ আছে। বিটিভির দীর্ঘ সংবাদও একসময় শেষ হয়, রাজনৈতিক নেতাদের ভাষণ শেষ হয়, সকালের হরতালও সন্ধ্যায় শেষ হয়। এত কিছু শেষ হচ্ছে, আর বছর শেষ হবে না, তা হয় নাকি? তাই এই বছরটিও কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে যাচ্ছে। সামনে আসছে আরেকটি নতুন বছর। নতুন বছর এলেই মানুষকে খুব আনন্দিত হতে দেখা যায়। নানা ধরনের কনসার্ট, অনুষ্ঠান, উৎসব হয়। কিন্তু মানুষ ভুলে যায় যে, কথায় আছে ‘যায় দিন ভালো, আসে দিন খারাপ’। তাই সবাইকে বলছি, আপনাদের খুশি হওয়ার কিছু নেই। নতুন বছরের তুলনায় এ বছরটি ভালোই ছিল। তা ছাড়া আমাদের সবার ঘনিষ্ঠ বন্ধু রাজনৈতিক দলগুলো এরই মধ্যে নানাভাবে জানিয়ে দিয়েছে যে, নতুন বছরে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। ভাদ্র মাস মানেই তাল, আর রাজনৈতিক কর্মসূচি মানেই হরতাল। অতএব, নতুন বছরে যে আরও নতুন নতুন ইস্যুভিত্তিক হরতাল হবে, এ কথা নিশ্চিন্তে বলে দেওয়া যায়। এ কথা বলার জন্য ভবিষ্যদ্বক্তা হওয়া লাগে না। তবে, হরতাল যেমন রাজনৈতিক ঐতিহ্য, তেমনি বছরের শেষ ভাগে নতুন বছরের শুভেচ্ছা জানানোটাও একটি ঐতিহ্য। তাই, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি বছরের শেষ রসকীয়। বিদায়।
No comments