ছোট পর্দায় বড় দিন
২৫ ডিসেম্বর বড় দিন। প্রতিবছরের মত এ দিনটিকে ঘিরে টিভি চ্যানেলগুলো আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠানমালার। ২৫
ডিসেম্বর দুপুর ২ টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটক ‘ওহ্
পিটার’।
প্রয়াত শাহরুখ শহীদের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মাতিয়া বানু
শুকু। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ঈশিতা, স্বাগতা, মাজনুন মিজান,
আবদুল্লাহ রানা, কায়েস চৌধুরী প্রমুখ।আরটিভিতে ২৫ ডিসেম্বর সকাল ১০টা ১০ মিনিটে রয়েছে বাংলাদেশে বড়দিন উদযাপন নিয়ে তথ্যচিত্র ‘শুভ বড়দিন’। শিশুদের অংশগ্রহণে বিশেষ সংগীত ও নাচের অনুষ্ঠান ‘দি ক্রিসমাস জয়’ প্রচার হবে বিকাল ৫ টা ৩০ মিনিটে।
বৈশাখী টেলিভিশনে সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটে প্রচার হবে বড়দিন উপলক্ষে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘ছন্দে আনন্দে’। এটিএন বাংলায় বিকেল ৩টা ৪০ মিনিটে রয়েছে বড়দিন উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ‘বড়দিনের কথা’। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন লিটন অধিকারী রিন্টু।
একুশে টেলিভিশন আয়োজন করেছে বড় দিনের বিশেষ অনুষ্ঠানমালার। ২৫ ডিসেম্বর সকাল ৮ টা ৩০ মিনিটে প্রচারিত হবে বিশেষ একুশের সকাল। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আসাদুজ্জামান আসাদ। সকাল ৯ টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘ঐ মহামানব আসছে’। সকাল ১১ টা ৩০ মিনিটে প্রচার হবে ‘ম্যারি ক্রিসমাস’।
দুপুর ১২ টা ২ মিনিটে একুশে টেলিভিশনের স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হবে বিশেষ ’একুশের দুপুর’। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মাসুদুল হাসান রনি। দুপুর ১২ টা ৩০ মিনিটে প্রচারিত হবে ‘নন্দিত বড়দিন’।
মাসুদুল হাসান রনির প্রযোজনায় বিকাল ৫টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘শুভ বারতা নিয়ে এল বড়দিন’। বাবুল আক্তারের প্রযোজনায় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রচার হবে ‘শুভ বড়দিন’। ইসরাফিল শাহিনের প্রযোজনায় এবং লারা লোটাসের উপস্থাপনায় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রচার হবে ‘বড়দিনে আমরা। অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগীত শিল্পী অনিমা মুক্তি, আর্টসেল ব্যান্ডের ভোকাল ও গিটারিস্ট লিংকন এবং সংগীত শিল্পী কিশোর।
দেশ টিভিতে প্রচার হবে বড়দিনের বিশেষ অনুষ্ঠান `ব্যান্ডের গান`। পার্থিব ব্যান্ডের পরিবেশনায় শ্রোতারা শুনতে পারবেন আজম খান, উইনিং, এলআরবি, সোলস, নগর বাউল, দলছুট, মাইলস, ওয়ারফেইজ, রেনেসা, ডিফ্রেন্ট টাচ ও ফিডব্যাকের জনপ্রিয় সব গান। সুমন সাহার প্রযোজনায় ২৫ ডিসেম্বর রাত ১১টা ৪৫ মিনিটে সরাসরি প্রচারিত হবে এ অনুষ্ঠানটি।
চ্যানেল টোয়েন্টিফোরে রাত ৮টায় রয়েছে বড় দিনের বিশেষ অনুষ্ঠান ‘জিঙ্গেল বেলস’। এনটিভিতে সকাল ১০ টা ৫ মিনিটে প্রচার হবে ‘জয় পরমেশ্বরের জয়’।
No comments