আইভরি কোস্টের সাবেক প্রেসিডেন্ট বাগবোকে আইসিসির কাছে হস্তান্তর
আইভরি কোস্টের সাবেক প্রেসিডেন্ট লরা বাগবোকে গতকাল বুধবার দ্য হেগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে খুন, ধর্ষণসহ মানবতার বিরুদ্ধে অপরাধের চারটি অভিযোগ রয়েছে।
আইসিসির কৌঁসুলি মোরেনো ওকাম্পো গতকাল এক বিবৃতিতে বলেন, ‘মানবতার বিরুদ্ধে অপরাধের শিকার আইভরি কোস্টের মানুষ ন্যায়বিচার দেখতে পাবে। প্রথমে লরা বাগবোকে বিচারের আওতায় আনা হয়েছে, এরপর আরও অনেকের বিচার করা হবে।
আইসিসির কৌঁসুলি মোরেনো ওকাম্পো গতকাল এক বিবৃতিতে বলেন, ‘মানবতার বিরুদ্ধে অপরাধের শিকার আইভরি কোস্টের মানুষ ন্যায়বিচার দেখতে পাবে। প্রথমে লরা বাগবোকে বিচারের আওতায় আনা হয়েছে, এরপর আরও অনেকের বিচার করা হবে।
No comments