পাকিস্তানে বিবিসির সম্প্রচার বন্ধ, ব্যাখ্যা চাইবে সরকার
তালেবান নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রচারের ঘটনায় বিবিসির কাছে ব্যাখ্যা চাইবে পাকিস্তান। এই প্রামাণ্যচিত্র প্রচারের পর পাকিস্তানে বিবিসি নিউজ ওয়ার্ল্ড চ্যানেলের সম্প্রচার-কার্যক্রম বন্ধ করা হয়েছে। গত মঙ্গলবার রাত থেকে পাকিস্তানের কেব্ল অপারেটররা চ্যানেলটির প্রচার বন্ধ রেখেছেন।
পাকিস্তানের এই পদক্ষেপে সংবাদমাধ্যমের ওপর কড়াকড়ি আরোপ নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এর আগে ২০১০ সালে অশ্লীল বার্তা লেখার ঘটনা কেন্দ্র করে দেশটির টেলিযোগাযোগ কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের ওপর সাময়িকভাবে নিষেধাজ্ঞা আরোপ করে।
পাকিস্তানের এই পদক্ষেপে সংবাদমাধ্যমের ওপর কড়াকড়ি আরোপ নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এর আগে ২০১০ সালে অশ্লীল বার্তা লেখার ঘটনা কেন্দ্র করে দেশটির টেলিযোগাযোগ কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের ওপর সাময়িকভাবে নিষেধাজ্ঞা আরোপ করে।
No comments