সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান হিলারির
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন আফগানিস্তানের ভবিষ্য ৎ নিয়ে অনুষ্ঠেয় আলোচনায় পাকিস্তানের বর্জনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে ইসলামাবাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
আগামী সপ্তাহে জার্মানির বন শহরে আফগানিস্তান বিষয়ে ওই আলোচনা হওয়ার কথা। গত শনিবার পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি তল্লাশি চৌকিতে সামরিক জোট ন্যাটোর হামলায় ২৬ জন পাকিস্তানি সেনা নিহত হন। এর প্রতিবাদেই বনে আফগানিস্তানবিষয়ক ওই আলোচনা বর্জনের সিদ্ধান্ত নেয় পাকিস্তান।
পাকিস্তানের ওই সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন হিলারি ক্লিনটন। একই সঙ্গে তিনি ন্যাটোর হামলার ঘটনা ‘যত দ্রুত সম্ভব’ তদন্তের অঙ্গীকার করেন। তিনি আশা প্রকাশ করেন, পাকিস্তান তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে আফগানিস্তানবিষয়ক আলোচনায় যোগ দেবে।
জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল বলেন, ইসলামাবাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে কী করা প্রয়োজন, বার্লিন তা বিবেচনা করবে। আফগানিস্তানবিষয়ক আলোচনায় যোগ দিতে পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে কাবুলও।
আগামী সপ্তাহে জার্মানির বন শহরে আফগানিস্তান বিষয়ে ওই আলোচনা হওয়ার কথা। গত শনিবার পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি তল্লাশি চৌকিতে সামরিক জোট ন্যাটোর হামলায় ২৬ জন পাকিস্তানি সেনা নিহত হন। এর প্রতিবাদেই বনে আফগানিস্তানবিষয়ক ওই আলোচনা বর্জনের সিদ্ধান্ত নেয় পাকিস্তান।
পাকিস্তানের ওই সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন হিলারি ক্লিনটন। একই সঙ্গে তিনি ন্যাটোর হামলার ঘটনা ‘যত দ্রুত সম্ভব’ তদন্তের অঙ্গীকার করেন। তিনি আশা প্রকাশ করেন, পাকিস্তান তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে আফগানিস্তানবিষয়ক আলোচনায় যোগ দেবে।
জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল বলেন, ইসলামাবাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে কী করা প্রয়োজন, বার্লিন তা বিবেচনা করবে। আফগানিস্তানবিষয়ক আলোচনায় যোগ দিতে পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে কাবুলও।
No comments