জনসংহতির কর্মসূচি ঘোষণা-পাহাড়ে বৈষম্য কাম্য নয়

পাহাড়ের সমস্যা, পাহাড়ে মানবাধিকার লঙ্ঘন, বৈষম্য এবং অব্যাহতভাবে বাঙালিদের ভূমি দখলের অভিযোগ থেকে কোনো সরকার উত্তরণ ঘটাতে পারল না। বরং এ সমস্যা দিন দিন প্রকট ও জটিল হয়ে উঠছে বলেই মনে হচ্ছে। আর সে কথাই ফুটে উঠেছে জনসংহতির সংবাদ সম্মেলনে। পার্বত্য চুক্তির ১৪ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা অভিযোগ করে বলেছেন, ১৪


বছর পার হয়ে গেলেও পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন না করে বিশ্বাস ভঙ্গ করা হয়েছে। তিনি অভিযোগ করে বলেছেন, পার্বত্য অঞ্চলে সেনাবাহিনীর কর্তৃত্ব বজায় রয়েছে, বাঙালিরা পাহাড়িদের ওপর হামলা ও জায়গাজমি দখল অব্যাহত রেখেছে, উন্নয়নের নামে অস্থানীয় প্রভাবশালীদের কাছে ভূমি ইজারা দেওয়া জুম্মদের রেকর্ড ও ভোগদখলীয় জায়গা অধিগ্রহণ করে তাদের উচ্ছেদের প্রক্রিয়া জোরদার করা হয়েছে। তিনি দাবি বাস্তবায়নে আন্দোলনের ঘোষণা দিয়েছেন। কর্মসূচি অনুযায়ী প্রথমে গণসংযোগ, বিক্ষোভ, গণসমাবেশ ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হবে এবং পরবর্তী সময়ে আরো কঠোর আন্দোলন-কর্মসূচি ঘোষণা করা হবে বলে তিনি জানিয়েছেন। উল্লেখ্য, ১৯৯৭ সালের ২ ডিসেম্বর তৎকালীন অওয়ামী লীগ সরকারের সময় পাহাড়িদের প্রতিনিধিত্বকারী জনসংহতির সঙ্গে চুক্তিটি করা হয়েছিল। পাবর্ত শান্তিচুক্তির মূল লক্ষ্য ছিল দেশের নিয়মিত সেনাবাহিনীর সঙ্গে জনসংহতি সমিতির গেরিলা শাখা শান্তিবাহিনীর সশস্ত্র সংঘাত নিরসন। এ শান্তিচুক্তির ফলে জনসংহতির গেরিলারা অস্ত্র সমর্পণ করেছে বটে, কিন্তু সরকারের পক্ষ থেকে সাধারণ পাহাড়িতের জন্য তেমন কিছু করা হয়নি বলে খুব বড় রকমের অভিযোগ রয়েছে। এ চুক্তির ফলে কিছু চেনা মুখের পাহাড়ির সুযোগ-সুবিধা মিললেও সাধারণ পাহাড়িদের যেমন ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি, তেমনি বাঙালি বসবাসকারী, প্রশাসন ও সেনাবাহিনীর পাহাড়িদের প্রতি আচরণেও বিশেষ পরিবর্তন আসেনি। এটি খুবই দুঃখজনক। আমরা মনে করি, পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠায় প্রয়োজন পাহাড়ি ও বাঙালির মধ্যকার বিরাজমান ঐতিহাসিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দূরত্ব কমিয়ে আনা। দুই জনগোষ্ঠীর মধ্যেই মানুষ হিসেবে পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করে তুলতে হবে। দুই গোষ্ঠীকেই একত্রে বসবাসের মানসিকতা গড়ে তুলতে হবে। গণতান্ত্রিক চেতনায় পারস্পরিক সহমর্মিতা ও সহযোগিতার ভিত্তিতে বহুত্ববাদী সাংস্কৃতিক একটি সমাজ গড়ে তোলার এই চেষ্টা প্রধানত সরকারকেই করতে হবে। পাহাড়ে বিশৃঙ্খলতা সৃষ্টির জন্য একশ্রেণীর পাহাড়ি ও কিছু বাঙালি দায়ী। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার ব্যাপারে প্রশাসনকে সম্পূর্ণরূপে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। এর কোনো বিকল্প নেই। সরকারকে মনে রাখতে হবে, বর্তমান যুগে নাগরিকদের কাউকে বৈষম্যের চোখে দেখার সুযোগ নেই। পাহাড়ে শান্তি আনার সবচেয়ে বড় উপায় বৈষম্যমুক্ত আচরণ করা। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এবং প্রশাসনের আচরণে যদি বৈষম্য না থাকে তাহলেই পাহাড়ে শান্তি আসবে। কোনোক্রমেই যেন পাহাড়ি জনগোষ্ঠী ক্ষুব্ধ হয়ে আবার হাতে অস্ত্র তুলে না নেয় সে ব্যবস্থা এখনই করুন।

No comments

Powered by Blogger.