প্রতিশ্রুতি না রাখলে শনিবার থেকে সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা
আরব লিগের মহাসচিব নাবিল আল আরাবি বলেছেন, প্রতিশ্রুতি না রাখলে আগামী শনিবার থেকে সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। আরব লিগ সম্প্রতি নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে একমত হওয়ার মধ্য দিয়ে সিরিয়ার প্রতি কঠোর বার্তা পাঠিয়েছে।
মিসরের রাজধানী কায়রোতে আরব লিগের সদর দপ্তরে নাবিল আল আরাবি এ কথা বলেন। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মুয়াল্লেম আরব লিগের নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে ‘অর্থনৈতিক যুদ্ধ’ বলে আখ্যা দিয়েছেন।
নাবিল আরাবি বলেন, আরব লিগ সিরিয়ার ওপর নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে এরই মধ্যে একমত হয়েছে। এটি সিরিয়ার প্রতি কঠোর রাজনৈতিক বার্তা। প্রতিশ্রুতি না রাখলে আগামী শনিবার থেকে ওই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। সিরিয়ার উদ্দেশে তিনি বলেন, ‘যা হতে যাচ্ছে, আপনারা তা বন্ধ করতে পারেন। আপনাদের এটা করতে হবে।’
সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী মুয়াল্লেমের উদ্বেগ প্রসঙ্গে নাবিল আরাবি বলেন, ‘কেউ সিরিয়ার জনগণকে আঘাত করতে চায় না।’ তিনি জোর দিয়ে বলেন, ‘সিরিয়ার সরকারকে কেউ অস্বস্তিতে ফেলতে চায় না।’
উদ্বেগ প্রকাশ করে আরব লিগের মহাসচিব বলেন, নয় মাস ধরে চলা সহিংসতায় সিরিয়ার জনগণকে অনেক মূল্য দিতে হয়েছে।
মিসরের রাজধানী কায়রোতে আরব লিগের সদর দপ্তরে নাবিল আল আরাবি এ কথা বলেন। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মুয়াল্লেম আরব লিগের নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে ‘অর্থনৈতিক যুদ্ধ’ বলে আখ্যা দিয়েছেন।
নাবিল আরাবি বলেন, আরব লিগ সিরিয়ার ওপর নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে এরই মধ্যে একমত হয়েছে। এটি সিরিয়ার প্রতি কঠোর রাজনৈতিক বার্তা। প্রতিশ্রুতি না রাখলে আগামী শনিবার থেকে ওই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। সিরিয়ার উদ্দেশে তিনি বলেন, ‘যা হতে যাচ্ছে, আপনারা তা বন্ধ করতে পারেন। আপনাদের এটা করতে হবে।’
সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী মুয়াল্লেমের উদ্বেগ প্রসঙ্গে নাবিল আরাবি বলেন, ‘কেউ সিরিয়ার জনগণকে আঘাত করতে চায় না।’ তিনি জোর দিয়ে বলেন, ‘সিরিয়ার সরকারকে কেউ অস্বস্তিতে ফেলতে চায় না।’
উদ্বেগ প্রকাশ করে আরব লিগের মহাসচিব বলেন, নয় মাস ধরে চলা সহিংসতায় সিরিয়ার জনগণকে অনেক মূল্য দিতে হয়েছে।
No comments